দ্যা ক্যালকাটামিরর ব্যুরো: COVID-১৯ মহামারীর সাথে লড়াই করছে বিশ্বের প্রথম সারি সহ ছোট বড় সব দেশ। নেপাল ও এর ব্যাতিক্রম নয়। সেখানেও এই মহামারী থেকে তৈরি হয়েছে দেশ জোড়া অর্থনৈতিক সংকট। সম্প্রতি নেপালের সংসদ একটি বিতর্কিত ম্যাপ প্রকাশ করেছে যার মধ্যে ভারতের তিনটি অংশ অন্তর্ভূক্ত। এই নিয়ে দু দেশের মধ্যে বৈদেশিক কূটনৈতিক সংঘাত থাকলেও নেপাল তা অস্বীকার করে রাষ্ট্রসংঘে তাদের সংশোধিত ম্যাপ পাঠানোর মনস্থির করেছে। এরই মাঝে মানবিক রূপ নিয়ে হাজির হলো ভারত।
রবিবার অর্থাত্ ৯’ ই আগস্ট, ২০২০ ভারত নেপালের হাতে ২৮ মিলিয়ন টাকা মূল্যের ১০টি ভেন্টিলেটর হস্তান্তর করেছে। নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা’র কাছ থেকে ভেন্টিলেটর গুলো নিয়েছেন নেপালের চিফ অফ আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল পূর্ণচন্দ্র থাপা। এই হস্তান্তর নেপালের আর্মি হেডকোয়ার্টারের গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হয়েছে।
নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসের জারি করা এক বিবৃতি অনুসারে, “এই ভেন্টিলেটরগুলো ইনভেসিব বা নন-ইনভেসিভ রেসপিরেটরি সাপোর্ট অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন উন্নত অ্যাপ্লিকেশনের সাথে ডিজাইন করা হয়েছে। যে গুলোকে আইসিইউ, তৃতীয় স্তরের মাল্টিস্পেশালিটি হাসপাতাল এবং নিবেদিত আইসিইউ তে যত্ন সহায়তায় ব্যবহার করা যেতে পারে। উপরন্তু, তাদের কম্প্যাক্ট প্রকৃতির কারণে, তারা বহনযোগ্য এবং বিশেষ ক্ষেত্রে রোগীদের সাথে পরিবহনে উপযোগী হয়।
দূতাবাস জানিয়েছে- “নেপালসেনাবাহিনীর প্রতি সমর্থনে ভারতীয় সেনাবাহিনীর মানবিক সহায়তা এবং ত্রাণের জন্য প্রথম সাড়া প্রদানকারী হিসেবে একটি দীর্ঘ রেকর্ড রয়েছে। আর এই সমর্থন প্রদানে ভারত কখনো পেছপা হয় নি। এই উপহার স্বরূপ ভেন্টিলেটর প্রদান দুই সেনাবাহিনীর মধ্যে এই অব্যাহত মানবিক সহযোগিতারই অংশ।”
এই ভেণ্টিলেটর হস্তান্তরের সময় রাষ্ট্রদূত কোয়াত্রা করোনা মহামারী’র সময় নেপালের জনগণকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ড অনুসারে নেপালে এখন পর্যন্ত মোট ২২,৯৭২টি করোনাভাইরাসের পজিটিভ ঘটনা রেকর্ড করা হয়েছে এবং ৭৫ জন এই রোগে মারা গিয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ১৬,৩৫৩ জন।
করোনা আবহে দুই দেশের এই সম্প্রীতি কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও বেশ ভাল প্রভাব ফেলবে এমনটাই আশা করছেন দেশের বিশেষজ্ঞ মহল।