দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সন্ত্রাসবাদি কার্যকলাপ এর ক্ষেত্রে বিশ্বের অন্যতম কেন্দ্রস্থল হলো পাকিস্তান। আল কায়েদা, আইএস, তালিবান থেকে শুরু করে অনেক ছোট বড় জঙ্গী সংগঠন গড়ে উঠেছে পাকিস্তানে। এবার এই পাকিস্তানের বালুচিস্তান-এর চীনা রাষ্ট্রদূতের হোটেলে সন্ত্রাসবাদি কার্যকলাপ-এর দায় স্বীকার করলো জঙ্গী সংগঠন তালিবান।
গত বুধবার বালুচিস্তানের এক বিলাসবহুল হোটেলে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে যাতে মৃত্যু হয় চারজনের। সেই হোটেলেই সেইমুহূর্তে উপস্থিত ছিলেন চারজন চীনা প্রতিনিধি সহ চীনের রাষ্ট্রদূত। যদিও বিস্ফোরণের সময় হোটেলে উপস্থিত না থাকার কারণে এই হামলার হাত থেকে নিস্তার পেয়েছেন এই চীনা প্রতিনিধিরা।
আজ এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান বা টিটিপি। এই সন্ত্রাসবাদি সংগঠনের তরফে সাফ জানানো হয়েছে যে তারা একটি আত্মঘাতী হামলা চালিয়েছে এই হোটেলে। তবে তাদের বিবৃতির সঙ্গে ভিন্নমত পোষণ করেছে পাকিস্তানের পুলিশ। তাদের দাবি একটি গাড়িতে বিস্ফোরক রেখে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। সমগ্র ঘটনাটি ওপর নজর রেখেছে বেজিং। যদিও এই ঘটনার কোনো প্রভাব চীন-পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের ওপর খুব একটা পড়বে না বলেই আশা করছেন আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।