দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে টলমল গোটা দেশ। সংক্রমণও ক্রমশ বাড়ছে।
ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে আগামী ৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধের মেয়াদ বাড়ালো ডিজিসিএ। উল্লেখ্য, পূর্ব নির্ধারিত নির্দিষ্ট কয়েকটি বিমানকে ছাড় দেওয়া হয়েছে।
শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে ডিজিসিএ জানিয়েছে, “কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত কয়েকটি রুটে আন্তর্জাতিক বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ক্ষেত্র বিশেষে বিমান চলাচলে ছাড় থাকছে।” যদিও কার্গো অপারেশনের ক্ষেত্রে এই নির্দেশিকা বলবৎ নয় বলেই জানানো হয়েছে।
দিল্লিতে ভয়াবহ করোনা পরিস্থিতি। এই আবহে চলতি সপ্তাহের শুরুতেই ভারতের সমস্ত বিমান বাতিল করেছে অস্ট্রেলিয়া, কানাডা, আরব-সহ বেশ কয়েকটি দেশ।
প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনা সংক্রমণ। আজ ৩.৮৬ লক্ষ পেরিয়ে গিয়েছে সংখ্যাটা। ইতিমধ্যেই করোনা মোকাবিলায় ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, আসছে জরুরী অবস্থা মোকাবিলার সামগ্রীও।
এবার করোনার সংক্রমণ রুখতে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধের নির্দেশ দিল ডিসিজিএ।