29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    রাশিয়ার টিকা ফিরিয়ে দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় প্রথমেই আছে আমেরিকা। সেখানে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১.৫ লক্ষ ছাড়িয়েছে এমত পরিস্থিতিতে সারা দেশ যখন একটি কার্যকর করণা ভ্যাকসিনের সন্ধানে লড়ছে তখনই রাশিয়ার তৈরি ভ্যাকসিন গ্রহণ করবেন না বলে জানিয়ে দিলেন ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতেই জানিয়েছিলেন ‘রাশিয়ার ভ্যাকসিন তারা ছুঁয়ে ও দেখবেন না’। রুশ প্রশাসন একটি মার্কিন সংবাদ সংস্থাকে জানিয়েছেন করোনা আক্রান্ত আমেরিকার দিকে ‘যুগান্তকারী সহযোগিতার’ হাত বাড়িয়ে দিয়েছিল তারা। কিন্তু ভ্যাকসিনের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুলে ওয়াশিংটন সেই সাহায্যের হাত ফিরিয়ে দিয়েছে।শুধু ওয়াশিংটন নয় ডাব্লিউ এইচ ও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ও রাশিয়ার প্রতিষেধককে তাদের সম্ভাব্য তালিকায় গ্রহণ করেননি তাঁরা জানিয়েছেন রুশ ভ্যাকসিনটি সম্পর্কে যথেষ্ট তথ্য তাদের হাতে নেই।

    একটি মার্কিন সংবাদসংস্থার প্রশ্নের উত্তরে রুশ প্রশাসনের এক কর্মকর্তা বলেন- “আমেরিকার দিক থেকে রাশিয়ার প্রতি সব সময় একটা অবিশ্বাস কাজ করে এই অবিশ্বাস থেকেই আমাদের তৈরি ভ্যাকসিন করোনা চিকিৎসায় গ্রহণ করবে না আমেরিকা”। এ বিষয়ে বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলি ম্যাকেনানি জানান যে, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার তৈরি নতুন কো-ভ্যাকসিন সম্পর্কে সংক্ষেপ করা হয়েছিল। তিনি অবশ্য বলেছিলেন যে আমেরিকার সম্ভাব্য ভ্যাকসিন গুলি আরো বেশি উন্নত মানের এবং সেটি তৈরিতে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপের পরীক্ষা জোরকদমে চলছে।”

    এই প্রসঙ্গে অন্যান্য মার্কিন কর্মকর্তারা আক্রমণাত্মক সুরে বলেন, ‘আমেরিকার কাছে রুশ ভ্যাকসিন হলো অর্ধেক রান্না করা খাবার, যা নিয়ে আমেরিকার কোন মাথা ব্যথা নেই। এই বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি না। মানুষ কেন, বানরের ওপরেও ওই রাশিয়ান ভ্যাকসিন প্রয়োগ করার কোনও উপায় নেই।’ এই উত্তরে রাশিয়ার পাল্টা প্রতিক্রিয়া- ‘ ওয়াশিংটনের এই ভ্যাকসিনটি গ্রহণের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত এবং সদ্য অনুমোদিত রাশিয়ান করোনাভাইরাস ভ্যাকসিন ‘স্পুটনিক-ভি’ প্রয়োগ করে আমেরিকার জীবন বাঁচানো উচিত।’ এ প্রসঙ্গে পাল্টা রসিকতা করে মার্কিন প্রশাসনের প্রবীণ আধিকারিক বলেন যে তাঁর বিশ্বাস রাশিয়া এটি করেছে একমাত্র লাভের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে কৌশলগত সম্পদ বিনিময়ে আশায়।

    গোটা বিশ্বে করোনা সংক্রমণ যখন ২ কোটি ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৫৮ হাজারেরও বেশি সেই তালিকার শীর্ষস্থানে রয়েছে আমেরিকাও। যেখানে ৫৪ লাখের ওপর আক্রান্ত এবং মৃত সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৭০হাজারের বেশি ঠিক তখনই ওই অবস্থায় মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন,করোনা ভাইরাসের বিরুদ্ধে তারা একটি ভ্যাকসিন তৈরি করেছে এবং তার নিজের মেয়ে এটি গ্রহণ করেছে। তবে এর পরেই জানা যায় যে ভ্যাকসিন এর ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপের পরীক্ষাগুলি এখনো শেষই হয়নি তার আগেই ভ্যাকসিন প্রয়োগ এর অনুমতি দিয়েছে রাশিয়া। তবে কিছু বিশেষজ্ঞ এই ভ্যাকসিনের দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে বিতর্ক হতেও খুব বেশি দেরি হয়নি ফ্রান্স থেকে শুরু করে আমেরিকা,জার্মানি,ইতালি প্রভৃতি বিশ্বের সব প্রান্তের বিজ্ঞানীরা রুশ ভ্যাকসিনের প্রয়োগ ও ছাড়পত্র পাওয়াটাকে অনৈতিক বলে দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

    রাশিয়ার কর্মকর্তারা বলেছেন যে তারা এই ভ্যাকসিন সম্পর্কে তথ্য ভাগ করে নেওয়ার জন্য তৈরি এবং এটি মার্কিন ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলিকে আমেরিকার মাটিতে রাশিয়ান ভ্যাকসিন তৈরি করতে সহায়তা করবে। তবে এটাও শোনা গিয়েছে নিয়ম ভেঙে ভ্যাকসিন তৈরি প্রতিবাদে স্বাস্থ্যমন্ত্রক থেকে পদত্যাগ করেছেন সেই দেশের প্রথম সারির চিকিৎসক আলেকজান্ডার চুচালিন। তিনি বলেন, ‘এই ভ্যাকসিনটির ব্যবহার নিরাপদ নয়।’ চিকিৎসা বিজ্ঞানের নৈতিকতা ভাঙ্গা হয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি রাশিয়ার কর্মকর্তারা দাবি করেছেন যে,”করোনা ভাইরাস ভ্যাকসিন ধীরে ধীরে উচ্চ ঝুঁকি পূর্ণ মানুষের কাছে অক্টোবর শুরু হওয়ার আগেই চালু করা হবে। যদিও পরীক্ষার বিষয়ে রাশিয়া এখনো কোন বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করেননি।”

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...