দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনা পরিস্থিতিতে একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে। এদিকে কৃষক আন্দোলন তবে এর জেরে খুব একটা প্রভাব পড়েনি মোদীর জনপ্রিয়তার উপর। ‘মর্নিং কনসাল্ট’ নামক এক মার্কিন ডেটা ইন্টেলিজেন্স ফার্মের সমীক্ষা বলছে এখনও ৬৬ শতাংশ মানুষ ভরসা করেন মোদীর উপর। ভারতের ২ হাজার ১২৬ প্রাপ্ত বয়স্কের উপর সমীক্ষা চালানো হয়েছিল।
এই সমীক্ষা বিশ্বের ১৩টি দেশে করা হয়। সেই তালিকায় শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি পিছনে ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন , অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, ফ্রান্সের মতো দেশের রাষ্ট্র প্রধানদের। ‘গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’-এ মোদীর নিচেই রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। তাঁর উপর ভরসা দেখিয়েছেন ইতালির ৬৫ শতাংশ মানুষ।
এছাড়াও তালিকায় রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর। যার উপর ভরসা রেখেছেন ৬৩ শতাংশ মানুষ। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের উপর ৫৩ শতাংশ জার্মান ভরসা রেখেছেন। একই রকম ভরসা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর।
তালিকায় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর উপর ভরসা রেখেছেন সেদেশের ৪৮ শতাংশ মানুষ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উপর ভরসা রয়েছে ৪৪ শতাংশ নাগরিক। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন-এর উপর ভরসা রয়েছে ৩৭ শতাংশ মানুষের। ক্রমতালিকায় পর্যায়ক্রমে রয়েছেন স্পেনের রাষ্ট্রপ্রধান পেদ্রো সাঞ্চেজ (৩৩৬ শতাংশ), ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো (৩৫ শতাংশ), ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (৩৫ শতাংশ), জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা (২৯ শতাংশ)।