দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : শুনতে আশ্চর্য হলেও একদম সত্যি। সম্প্রতি জাতির জনক মহাত্মা গান্ধীর আইকনিক একটি চশমা নিলাম হল ২ লক্ষ ৬০ হাজার পাউন্ডে। নিলামের মালিকের দাবি এই চশমাটি দক্ষিণ আফ্রিকা থাকাকালীন গান্ধীজির ব্যবহার করেছিলেন। তবে সব থেকে আশ্চর্যের কথা যিনি এতদিন চশমার মালিক ছিলেন, তাঁর পক্ষে এর আসল মূল্য জানা কোনভাবেই সম্ভব ছিল না।


এই নিলামের কিছুদিন আগে ওই চশমার বর্তমান মালিক কিছুদিন আগে তা একটি খামে করে নিয়ে স্থানীয় এক নিলামের সংস্থায় জমা দেন। সেই সাথে জানান যে এই চশমা গান্ধী জি দক্ষইন আফ্রিকা থাকাকালীন ব্যবহার করেছিলেন। স্থানীয নিলাম সংস্থার মালিক চশমাটি নিরীক্ষণ করে জমা রাখেন আসন্ন নিলামের জন্যে। নিলামের ব্যবস্থা করা সংস্থার মালিক অ্যান্ডি স্টো বলেছেন, ভাব যায় গত পঞ্চাশ বছর ধরেই চশমাটি একটি ড্রয়ারে পড়ে ছিল। মালিক ভেবেছিলেন এটিকে জলে ফেলে দেবেন। কিন্তু হঠাত্ করে পরিস্থিতি বদলে গেল। এবং তিনি এত টাকা পেয়ে গেলেন।চশমাটি কেনার জন্য ভারত, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং কানাডা থেকে প্রচুর মানুষ উত্সাহ দিয়েছিলেন।
চশমার মালিকের মতে গত একশো বছর ধরে এই পরিবারের কাছে চশমাটি ছিল। গান্ধীজী নিজে ১৯২০ থেকে ১৯৩০ সালের মধ্যে এই চশমাটিকে দক্ষিণ আফ্রিকায় তাঁদের পূর্বপুরুষের হাতে দিয়ে গিয়েছিলেন। সেই সময় সেখানে তিনি ব্রিটিশ পেট্রোলিয়ামের হয়ে কাজ করতেন। তারপর সেখান থেকে ভারতে ফেরেন গান্ধী। এবং স্বাধীনতা সংগ্রামের অংশীদার হন।
তবে যা জানা গিয়েছে এই চশমাটি কিনেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক বাসিন্দা। তবে তিনি তাঁর নাম গোপন রেখেছেন। প্রথমে এই চশমাটির দাম ১৫ হাজার পাউন্ড রাখা হয়েছিল। কিন্তু তারপর প্রচুর মানুষের উত্সাহ তৈরি হয়। বিভিন্ন দেশ থেকে এমনকী ভারত থেকে অনেকে এই চশমা কেনার আগ্রহ প্রকাশ করেছেন, সেই হিসেবে নিলামে সর্বোচ্চ দাম ওঠে ২ লক্ষ ৬০ হাজার পাউন্ড। ড্রয়ারে পড়ে থাক এই মুল্যবান চশমা যে তার জীবন বদলে দেবে তা তিনি ভাবতেই পারেন নি।