দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ঠিক যেন গুপ্তধনের হদিশ। দক্ষিণ আফ্রিকার বৎসওয়ানার খনি থেকে উদ্ধার হওয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরে। ১ হাজার ১৭৪ ক্যারাটের হীরে সত্যি তাক লাগিয়ে দেয়। গত মাসে বৎসওয়ানার খনি থেকে মিলেছিল ১ হাজার ৯৮ ক্যারাটের হীরে। সেই রেকর্ড ভেঙে আরও বড় হীরের সন্ধান মিলল। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে উদ্ধার হয়েছিল বিশ্বের বৃহত্তম হীরে ‘কুলিনান’।
আরও পড়ুন :- চারধাম যাত্রা স্থগিত করল উত্তরাখণ্ড হাই কোর্ট
৩ হাজার ১০৬ ক্যারাটের হীরের পরে স্থান করে নেবে উদ্ধার করা নতুন হীরেটি। কানাডার সংস্থা লুকারা হীরেটি খনন করেছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর নসিম লাহরি সাফল্যে উত্তেজিত হয়ে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইতিহাস তৈরির।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরে ছিল লেসেডি লা রোনা। সেটিও বৎসওয়ানাতেই মিলেছিল। সেটির ওজন ছিল ১ হাজার ১০৯ ক্যারাট। সেই রেকর্ড ভেঙে এবার তৈরি হল নয়া নজির। তিনি এই মুহূর্তকে ‘রোমাঞ্চকর মুহূর্ত’ বলে বর্ণনা করে মনে করিয়ে দিয়েছেন। সারা বিশ্বে যে খ্যাতি অর্জন করেছে, সেই ঐতিহ্যই রক্ষিত হল নতুন হীরেটির মাধ্যমে। এর আগে বারবার এখানে মিলেছে একের পর এক হীরে। সারা পৃথিবীর নিরিখে তার স্থান ষষ্ঠ।