দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ভয়াবহ ঘূর্ণিঝড় লরা’ র প্রকোপে বিধ্বস্ত উত্তর আমেরিকা অনেকাংশ। আবহাওয়া সূত্রে খবর, এটি ১৬৪ বছরের মধ্যে হওয়া সবচেয়ে বড়, এবং ভয়াবহ ঘূর্ণিঝড়।
উল্লেখ্য বৃহষ্পতিবার ভোর পাঁচটায় আমেরিকার লুইসিয়ানায় কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় লরা। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ছিল সর্বোচ্চ ২০৮ কিমি /প্রতি ঘন্টা। যদিও ‘ন্যাশনাল ওয়েদার সার্ভিস’ এর পক্ষ থেকে আগেই জারি করা হয়েছিল সতর্কবার্তা। আবহাওয়া সূত্রে জানানো হয় ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ২৪০কিলোমিটার পর্যন্ত হতে পারে।


ঝড়ের গতিবেগ অনুসারে, সর্বাধিক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল আমেরিকার টেক্সাস এবং লুইসিয়ানা শহরে। ইতিমধ্যে সেখানকার মানুষজনকেও সুরক্ষিত আশ্রয়ে সরিয়ে আনা হয়েছিল। সরকারি তরফে জারি করা হয়েছিল সর্তকতা এবং নির্দেশনামা। তৈরি করা হয়েছিল ইমারজেন্সি টিম।
যদিও উপকূল থেকে স্থলভাগের দিকে আসলে ঝড়ের দাপট কমবে বলেই আশা করছে এনডব্লিউএস। ঝড়ের দাপটে মোট ৩ লক্ষ ৯০০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন। ইতিমধ্যে ভেঙেছে প্রচুর বাড়িঘর। যদিও ক্ষয় ক্ষতির মোট পরিমাণ এখনো অস্পষ্ট।