দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শুক্রবার লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির বৈঠকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি একটি সাংবাদিক বৈঠক করে এই পদত্যাগের কথা দেশবাসীকে জানান। কারণ হিসেবে তাঁর স্বাস্থ্যজনিত সমস্যাকে সামনে রেখেছেন এবং জানিয়েছেন এই কারণেই তাঁর এই হটাত্ পদত্যাগের সিদ্ধান্ত।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে আলসারেটিভ কোলাইটিসে ভুগছেন শিনজো আবে। এই রোগে ছোট ছোট আলসার পুরো কোলনকে ক্ষতিগ্রস্ত করে। কোলনের ভিতর ঘা হয়, যার কারণে পেটের ভিতর প্রদাহজনিত বেশ যন্ত্রণাদায়ক সমস্যা তৈরি হয়। সম্প্রতি এক সপ্তাহের মধ্যে দু’-দু’বার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। তাঁর এই শারীরিক অবস্থার অবনতি নিয়ে সে দেশের রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়। যে কোনও মুহূর্তেই যে তিনি পদত্যাগ করতে পারেন তা জাপানের একাধিক সংবাদমাধ্যম দাবি করে।
এই জল্পনার মধ্যেই শুক্রবার দুপুরে পদত্যাগের ঘোষণা করেন ৬৫ বছরের শিনজো আবে। তিনি তাঁর বিদায়ী বক্তব্যে জানান- ‘‘দেশবাসীর জন্য সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে আমার প্রধানমন্ত্রী থাকা চলে না। তাই মেয়াদ শেষ হতে এখনও একবছর বাকি থাকলেও, পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’’ করোনার প্রকোপে এই মুহূর্তে দেশে মহামারী পরিস্থিতি দেখা দিয়েছে, সেই অবস্থায় নিজের কর্তব্য পালন না করতে পারায় দেশবাসীর কাছে ক্ষমাও চান তিনি।
জাপানের প্রধানমন্ত্রী’র পদত্যাগে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। তিনি তাঁর টুইটে লিখেছেন-” আপনার অসুস্থতার কথা শুনে ব্যথা পাচ্ছি, প্রিয় বন্ধু @AbeShinzo। সাম্প্রতিক বছরগুলোতে, আপনার জ্ঞানী নেতৃত্ব এবং ব্যক্তিগত অঙ্গীকারের মাধ্যমে, ভারত-জাপান অংশীদারিত্ব আগের চেয়ে গভীর এবং শক্তিশালী হয়ে উঠেছে। আমি আপনার দ্রুত আরোগ্য কামনা করি এবং প্রার্থনা করি।”
প্রসঙ্গত, জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হিসেবে শিনজো আবে আগেই ইতিহাস তৈরি করেছেন। তাঁর আমলেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে জাপানের উত্থান হয়। প্রধানমন্ত্রী হিসেবে ২০২১ সালের সেপ্টেম্বরে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই মেয়াদ শেষের আগেই তাঁকে বিদায় জানাতে হলো।
তবে এই মূহুর্তে জাপানে শিনজো আবের উত্তরাধিকারী হিসেবে যে নামগুলি উঠে আসছে, তার মধ্যে অন্যতম দেশের অর্থমন্ত্রী তারো আসো। আর তরপরেই দ্বিতীয় পছন্দ মন্ত্রিসভার মুখ্যসচিব ইয়োশিহিদে সুগা। তবে প্রধানমন্ত্রীর পদ কে সামলাবেন তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।