দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনার ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে তুঙ্গে। সারা বিশ্ব জুড়ে ভ্যাকসিন তৈরী নিয়ে এ যেন এক লড়াই চলছে। কে প্রথম তৈরী করবে করোনা ভ্যাকসিন! এই নিয়ে উত্কণ্ঠার শেষ নেই বিশ্বের প্রথম সারির দেশ গুলোর মধ্যে।
ইতিমধ্যেই রাশিয়ার তৈরী করোনা ভ্যাকসিন গ্রহণ এবং তার ব্যবহার খারিজ করেছে ট্রাম্পের দেশ। ওয়াশিংটন জানিয়ে দিয়েছে রাশিয়ার তৈরী ভ্যাকসিন লাগবে না। ইতিমধ্যে ভারতেও করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ট্রায়াল প্রায় শেষের পথে। তবে ফের ভ্যাকসিন প্রসঙ্গে নয়া বার্তা প্রেরণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনটে বিভিন্ন কোম্পানীর কোভিড-১৯ ভ্যাকসিনের পরীক্ষা এখন শেষ ধাপে রয়েছে। ট্রাম্পের মতে করোনার প্রথম ভ্যাকসিন আনবে আমেরিকাই যা হবে নিরাপদ ও কার্যকর। আমেরিকা মূলত: এ বছরের শেষেই সকলের জন্য এই ভ্যাকসিন আনবে বলে জানিয়েও দিলেন তিনি। দলের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও জানিয়েছেন, “আমাদের হাতে রয়েছে ৩টি ভ্যাকসিন যা একেবারে ট্রায়ালের শেষ ধাপে রয়েছে।আমরা আগে থেকেই তার উৎপাদন শুরু করেছি। যাতে অনেক মাত্রায় তা সবার কাছে পৌঁছে দেওয়া যায়। এই বছরই আসবে এই সুরক্ষিত টিকা।”
মূলত মার্কিন মুলুকে নির্বাচন শুরু হয়েছে। আর তার জন্যই চলছে জোরকদমে লড়াই। ফের একবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন ট্রাম্প। তবে দেশের জন্য যেভাবে তিনি করোনা মোকাবিলা করেছেন তাতে অখুশী মার্কিনদেশবাসী। এমনকী বিশ্ব দরবারেও সমালোচিত হয়েছেন তিনি। এবার কি সেই ক্ষতে মলম লাগাতে ট্রাম্পের এই দাওয়াই?
অধিকাংশ বিশেষজ্ঞর মতে কিছুটা তাইই। তবে এবার তিনি নিজেই করোনার ভ্যাকসিনের কথা বলছেন এবং সেই টিকা আমেরিকার সকলের জন্যেই। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের ভারতীয় অভিবাসীদের মধ্যে মোদীর জনপ্রিয়তাকে কাজে লাগাতে ট্রাম্প যেমন মোদীর ইমেজ কে ব্যবহার করছেন তেমনই এখন টিকার মাধ্যমে অভিবাসীদের মন পেতে ট্রাম্পের এই নতুন চাল।