দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:
লিঙ্গ বিদ্বেষী হওয়ার অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে আগে থেকেই ছিলো। ফেসবুক অ্যালগোরিদম যে ভাবে কাজ করে তা যে লিঙ্গবিদ্বেষী, তা আরও একবার প্রমাণিত হল একটি সমীক্ষার থেকে। গ্লোবাল উইটনেস নামের একটি দল তাদের সমীক্ষা থেকে উঠে আসা এই ধরণের ফলাফল দেখে রীতিমত হতাশ। সমীক্ষায় দেখা গেছে ফেসবুকে অধিকাংশ ব্যবহারকারী যারা মেকানিক্সের চাকরির পদের বিজ্ঞাপন দেখেছেন, তারা অধিকাংশ ক্ষেত্রেই পুরুষ। অন্যদিকে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে যারা নার্স, কিংবা কিন্ডারগার্টেন স্কুলের বাচ্চাদের দেখভাল করার চাকরির বিজ্ঞাপন দেখেছেন, তারা বেশীরভাগ ক্ষেত্রেই মহিলা।
ফেসবুকের অ্যালগোরিদম ভীষণই ব্যক্তিগত পরিসরে কাজ করে। আপনার ফেসবুক নিউজ়ফীডে আপনি যা যা দেখতে পান সবই এই অ্যালগোরিদমের জন্যে – অর্থাৎ আপনি ও আপনার বন্ধুদের পছন্দ-অপছন্দ, মতামত, বিরোধ, আপনার বাসস্থান, আপনার লিঙ্গ ইত্যাদির ওপর এগুলি নির্ভরশীল। কিন্তু চাকরির বিজ্ঞাপনেও এই বিদ্বেষমূলক অ্যালগোরিদম এই সময়ে দাঁড়িয়ে খুবই হতাশাজনক।
আরও দেখুন: এবার আপনার মুখ দেখে চিনে তবেই টাকা দেবে ATM! জেনে নিন কিভাবে
ফেসবুকের বিরুদ্ধে লিঙ্গবিদ্বেষের অভিযোগ নতুন নয়। ২০১৯ সালেই বেলজিয়ামের জে এম গ্রিজিল নামের এক এথিক্যাল হ্যাকার আবিষ্কার করেন ফেসবুক অ্যালগোরিদম এই ভাবেই কাজ করে যাতে পুরুষদের প্রোফাইলগুলি তাদের চেনাশোনা মহিলাদের এবং সেই মহিলাদের অন্যান্য মহিলা বন্ধুদের খুঁজে পায়। কিন্তু মহিলাদের প্রোফাইলের ক্ষেত্রে তা হয় না। অর্থাৎ মহিলারা ফেসবুকে নিজেদের চেনাশোনা পুরুষদের সহজে খুঁজে পাবেন না।
গ্লোবাল উইটনেসের সমীক্ষা বলছে কিন্ডারগার্টেনের বাচ্চাদের দেখভালের চাকরির বিজ্ঞাপন যারা দেখেছেন, তাদের ৯৭% মহিলা। যারা মেকানিক্সের চাকরির বিজ্ঞাপন দেখেছেন তাদের মধ্যে শতকরা ৯৭ জন পুরুষ এবং যারা বিমানের পাইলটের চাকরির বিজ্ঞাপন দেখেছেন তাদের মধ্যে শতকরা ৭৫ জনই পুরুষ। অন্যদিকে সাইকোলজিস্টের চাকরীর বিজ্ঞাপণ যারা দেখেছেন, তাঁদের মধ্যে শতক্রা ৭৭ ভাগ মহিলা।
গ্লোবাল উইটনেসের তথ্য-অধিকার আইনজীবির মতে এর প্রভাব সুদূরপ্রসারী। তাঁর মতে এই অ্যালগোরিদমের ফলে ফেসবুক ব্যবহারকারীরাও লিঙ্গবৈষম্যমূলক আচরণ করতে পারে। আর যেহেতু ফেসবুকের মূল কাজই বিজ্ঞাপন ভিত্তিক, এর ফলে পুরুষ ও মহিলা উভয়ই চাকরির ক্ষেত্রে আরও বেশী বৈষম্যের স্বীকার হবেন। আর এই অনলাইনের যুগে নিজেদের ফীডে খোঁজই পাবেন না বিভিন্ন চাকরির।
(লেখা: মধুরিমা পট্টনায়ক)