দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : নেট দুনিয়ার দৌলতে ভাগ্য খুলে গিয়েছে এমন উদাহরণ আশেপাশে প্রচুর রয়েছে। ভাইরাল নাচ বা গান বা অন্য প্রতিভার জেরে রাতারাতি লাইম লাইটে উঠে এসেছেন শিল্পী থেকে আমজনতা। তবে এবার তালিকায় নতুন সংযোজন হয়েছে শ্রীলংকার গায়িকা ইয়োহানি ডি সিলভা। অর্থাৎ ভাইরাল ‘মানিক মাগে হিতে ‘ র গায়িকা। একটি গানের জেরেই তিনি হয়ে উঠেছেন কোটি কোটি টাকার মালকিন।
তিন বছর ধরে ইউটিউবে গান বাঁধলেও প্রথমে তেমন রোজগার ছিলনা ইয়োহানির। নিজের দেশে টুকটাক স্টেজ শো করতেন তিনি। গত মে মাসে প্রথম ইউটিউবে মুক্তি পায় মানিকে মাগে হিতে। জুলাই-আগস্টে ভারতে ও বাংলাদেশ ছড়িয়ে পড়তেই আক্ষরিক অর্থে ভাইরাল তকমা পায় এই গান। তারপর হুহু করে ছড়াতে থাকে ইয়োহানির কণ্ঠস্বর।
তবে তিনি কিন্তু নেহাত আনকোড়া গায়িকা নন। অনেকদিন ধরেই গান গাইছেন তিনি।২০১৯ সালে শুরু হয়েছিল ইয়োহানির ইউটিউব সফর। তিনি এখনো পর্যন্ত বহু গান গেয়েছেন। সাবস্ক্রাইবারের সংখ্যাও নেহাত মন্দ নয় এই গায়িকার। কিন্তু তার ভাগ্যের চাকা ঘুরল এই মানিকে মাগে hite গানটি গেয়ে। এই একটি গান ইয়োহানিকে গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিল। তবে শুধুই কি তার গান ! ইয়োহানির লুকস, চাহনি,চুলের রং সবই এখন ফিরছে লোকের মুখে মুখে।
এমনকি তাঁর রোজগারও হু হু করে বাড়তে চলেছে। জুলাই এই ইউটিউব থেকে এই গায়িকা রোজগার করেছিলেন ৭.৫২ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় তা প্রায় পাঁচ লক্ষ টাকা। আগস্ট মাসে তার সবথেকে বেশি আয় ছিল ৬৯ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় ৫০ লক্ষ্য ৮১ হাজার৪৭৭ টাকা।গত ৭ দিনে ইউটিউব থেকে ইয়োহানির ৩৫.৫ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২ লাখ ৬০ হাজার টাকা। গত ৩০ দিনে তিনি আয় করেছেন ৭৭ লাখ ২৫ হাজার টাকার। আর গত ৯০ দিনে তার রোজগার ১কোটি ২লাখ ২৮ হাজার টাকা। যা ইউটিউব এর ইতিহাসের প্রায় রেকর্ড করার শামিল।
আরেকটা মজার কথা, ভিডিওতে ইয়োহানির সঙ্গে দেখা যায় শ্রীলংকার রেপার সতীশন রতনায়কাকে যিনি রেপটি করেছেন। ইনিই কিন্তু প্রথমে মানিকে মাগে হিতে গানটি গেয়েছিলেন। কিন্তু পরে ইয়োহানির কণ্ঠস্বরে নতুন করে রেকর্ড হওয়ার পরেই গানটি ভাইরাল হয়।