দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পাকিস্তানের হাতে ধরা পড়া ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে ২০১৭ সালেই মৃত্যু দন্ডের সাজা দিয়েছিল পাকিস্তানের সেনা আদালত। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদমূলক কাজের সাথে জড়িত থাকার। কিন্তু এবার কুলভূষণের মামলা আবার পিছু হটল পাক সরকার। আন্তর্জাতিক আদালতের নির্দেশেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তাঁরা।
তবে এই প্রথম নয় এর আগেও গতবছর এই আইন সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেছিল পাক সরকার। কিন্তু সে বার বিরোধী দলগুলির এর বিরুদ্ধে আন্দোলন করায় এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় ইমরান খানের পাক সরকার। কিন্তু এবছর আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে মান্যতা দিতেই তাঁরা মামলার পুনর্বিবেচনা আইন পাশ করেছে পাক সরকার।
আরও পড়ুন : মহাকাশে ধ্বংস হয়ে গেল রাশিয়ার উপগ্ৰহ, কোনো মতে প্রাণে বাঁচলেন মহাকাশচারীরা
প্রসঙ্গত, ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন সদস্য বছর পঞ্চাশের কুলভূষণ যাদব পাকিস্তানে চরবৃত্তির অভিযোগে গ্ৰেফতার হয়েছিলেন। তারপর পাক আদালত তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল। যদিও আন্তর্জাতিক আদালতের চাপে তাকে এখনও ফাঁসি সাজা দিতে পারেনি পাকিস্তান।