অনৈতিক এবং অশ্লীলতার অভিযোগ এনে পাকিস্তানে পাঁচটি ডেটিং অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। অ্যাপ গুলোর মধ্যে রয়েছে টিন্ডার, গ্রীন্ডার সহ আরও তিনটি অ্যাপ।
সুত্র মারফত খবর, গত মঙ্গলবার পাকিস্তান প্রশাসন জানিয়েছে যে, টিন্ডার সহ পাঁচটি অ্যাপের সংস্থাগুলি স্থানীয় আইন না মানার জন্য তাদের কে নিষিদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, যদিও অনেক আগেই প্রশাসন সংস্থাগুলিকে চিঠির মাধ্যমে সতর্ক করেছিল কিন্তু কোন উত্তর আসেনি। অনলাইন প্ল্যাটফর্ম গুলিতে ডেটিং অ্যাপ মারফত অশ্লীল প্রচার করায় পাকিস্তান প্রশাসন এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
প্রশাসন জানিয়েছে শুধু ডেটিং অ্যাপ নয়, ইউটিউব এর মত ওয়েবসাইট কেও নোটিশ পাঠানো হয়েছে। বলা হয়েছে অশ্লীল কোন বিষয় যেন ওই প্ল্যাটফর্ম’এ দেখা না যায়। এ ধরণের কনটেন্ট পাকিস্তানের দর্শকদের জন্য ব্লক করে রাখতে হবে এমনটাও বলা হয়েছে।
পাকিস্তান জনসংখ্যার দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। পাকিস্তান এমন একটি মুসলিম দেশ যেখানে অতিরিক্ত বৈবাহিক সম্পর্ক এবং সমকামিতা সম্পূর্ণ অবৈধ। অভিযোগ উঠেছে যে এই ডেটিং অ্যাপের মাধ্যমে এই ধরনের অবৈধ কাজকর্ম করছিলেন সাধারণ মানুষ।
প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর পাকিস্তানের ৪ লাখ ৪০ হাজার মানুষ টিন্ডার ডাউনলোড করেছে। অন্যদিকে গ্রিন্ডার, ট্যাগড ডাউনলোড করেছেন প্রায় ৩ লাখ মানুষ। এছাড়া বাকি ডেটিং অ্যাপও প্রচুর পরিমাণে মানুষ ডাউনলোড করেছেন।