দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কার্যত ইমরান খান সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ তথা টিটিপি জঙ্গি গোষ্ঠী। তারা জানিয়ে দিল, গত মাসে সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছিল পাক প্রশাসনের সঙ্গে, আর মানবে না তারা। তাদের ১০২ জন যোদ্ধাকে মুক্তির আশ্বাস দিয়েছিল ইসলামাবাদ সেটা তারা রাখেনি। সেই কারণেই সংঘর্ষ বিরতি চুক্তিভঙ্গ করতে প্রস্তুত টিটিপি।
গত ১৪ বছর ধরে পাক সেনা ও সাধারণ নাগরিকদের উপরে লাগাতার হামলা চালিয়েছে টিটিপি জঙ্গিরা। ২০১৪ সালে সেনা স্কুলের জঙ্গি হামলা। পেশোয়ারের স্কুলের ওই হামলায় ১৫৪ জন মারা যান। জঙ্গি গোষ্ঠীর মুখপাত্র মহম্মদ খুরশানির দাবি, গত ৯ নভেম্বর থেকে পাক সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল শান্তি আলোচনার জন্য সংঘর্ষ বিরতির।
কিন্তু ইমরান প্রশাসন লাগাতার তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গিয়েছে। তাছাড়া তাদের যে সব যোদ্ধারা বন্দি রয়েছে তাদেরও মুক্তি দেওয়া হয়নি। তাই তাদের তরফে কোনও ভাবেই সংঘর্ষ বিরতি চুক্তি মেনে চলা সম্ভব নয়।