দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ১৯৭১-এর জয় উপলক্ষে বুধবার বিজয় দিবস পালন করা হয়েছে বাংলাদেশে। এই অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। এই তিন দিনের সফরে রাষ্ট্রপতি কোবিন্দের সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে এই সফরে এসে আবার সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ তুলেছে ভারত।
বুধবার সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলাকে। তার উত্তর তিনি জানিয়েছেন, “দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। দেখুন দুই দেশের মধ্যেই কিছু গোপন কথা হয় তাই আমি সমস্ত বিষয় এখনই খোলসা করে বলতে পারব না। তবে স্বাভাবিকভাবেই অনেক বিষয়ে আলোচনা হয়েছে। এবং এটা বলার প্রয়োজন রাখে না যে ওই ইস্যুগুলিতে আমরা সমমনস্ক। যেভাবে বিষয়গুলি শেখ হাসিনার সরকার মোকাবিলা করেছে তাতে আমরা সন্তুষ্ট।”
আরও পড়ুন : এবার আমেরিকায় শিশুরা খুব দ্রুত করোনা আক্রান্ত হচ্ছে, এখনও পর্যন্ত প্রায় ৭২ লক্ষ শিশু আক্রান্ত হয়েছে
প্রসঙ্গত, চলতি বছরে দূর্গা পূজা চলাকালীন বাংলাদেশের রংপুরের পীরগঞ্জ, নোয়াখালি, ফেনি, চট্টগ্রাম, কক্সবাজার, গাজীপুর, গোপালগঞ্জ-সহ বেশ কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের হামলা করা হয়েছিল। বহু দূর্গা মূর্তি ভাঙা হয়েছিল এই সময়। এই ঘটনা পর অবশ্য বাংলাদেশ সরকার দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে।