দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল ছিল বিজয় দিবস। এই দিন ১৯৭১ সালে তৈরি হয়েছিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র। পাকিস্তানের সেনাবাহিনীর সাথে রক্তক্ষয়ী যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে মুক্তিযোদ্ধারা পৃথিবীর মানচিত্রে এক নতুন দেশ সৃষ্টি করেছিল। এবছর বিজয় দিবস উপলক্ষে ঢাকায় উপস্থিত হয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রত্যেক বছর এই বিশেষ দিনে ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে দুই দেশ বিজয় দিবস পালন করে।
এবছর ঢাকায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্মান জানিয়েছেন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে তৈরি যাদুঘর পরিদর্শন করেছেন। শুধু তাই নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও এপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন।
আরও পড়ুন : জনপ্রিয়তা কমছে নরেন্দ্র মোদীর, বিশ্বের সম্মানিত ব্যক্তিদের তালিকায় ৮ নম্বরে স্থান রয়েছে মোদীর
মুখ্যমন্ত্রীর টুইটে লিখেছেন, “১৯৭১ সালে সাহসিকতার সঙ্গে যেসব বীররা যুদ্ধ করেছিলেন, তাঁরা সকল ভারতীয়র মনে থাকবেন। তাঁদের সকলের আত্মত্যাগকে কুর্নিশ জানাই। আমাদের সেনাবাহিনীর অবদানকেও উদযাপন করার দিন আজ। আজও সেনার সাহসিকতা আমাদের অনুপ্রাণিত করে।” এছাড়াও এই বিষয়ে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, “৫০তম বিজয় দিবসে সমস্ত মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র সেনার সাহসী সৈন্যদের আত্মত্যাগকে স্মরণ করছি। একজোট হয়ে আমরা অত্যাচারী শক্তিকে হারিয়েছিলাম। ঢাকায় সম্মানীয় রাষ্ট্রপতির উপস্থিতি সকল ভারতীয়র কাছে তাৎপর্যপূর্ণ।”