দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বাংলাদেশের স্বাধীনতার সংগ্ৰামে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা খুবই ছিল। মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ অভিযানে তৈরি হয়েছে বাংলাদেশ। তাই প্রত্যেক বছর ভারত ও বাংলাদেশ বিজয় দিবস হিসেবে পালন করে। এবার এই বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশে আমন্ত্রণ করা হয়েছে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে।
তবে এই স্বাধীনতা সংগ্রামের যুদ্ধেই বহু মানুষ যেমন মৃত্যু হয়েছে ঠিক তেমনই পাক বাহিনীর হাতে ধ্বংস হয়েছে বেশ কিছু মন্দির। এমনই একটি মন্দির হচ্ছে ঢাকার রমনা কালী মন্দির। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ১৯৭১ সালের ২৭ মার্চে গণহত্যার সময় কামানের গোলায় এই মন্দিরটি ধ্বংস হয়ে গেছিল। এবার এই মন্দিরটি সংস্কার করা হয়েছে। ভারত সরকার এই মন্দির তৈরির জন্য ৭ কোটি টাকার অনুদান দিয়েছে।
আরও পড়ুন : পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি মন্দির তৈরি করা হবে দীঘায়, ঘোষণা রাজ্য সরকারের
আজ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজেই এই মন্দিরটির উদ্বোধন করেছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তার স্ত্রী ও কন্যা। বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের কথা ভেবেই এই মন্দির ফের সংস্কার করেছে ভারত সরকার।