দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এই মুহূর্তে পৃথিবীর সমস্ত দেশই ডিজিটাল হয়ে গেছে। আর এই ডিজিটাল পৃথিবী তৈরি করায় যেমন অনেক সুবিধা আছে তেমনই অনেক অসুবিধাও রয়েছে। এরকমই একটি সমস্যা হল স্পাম কলের সমস্যা। আর এই স্পাম কলের সমস্যা রয়েছে ভারতেও। স্পাম কলের শিকার হওয়া দেশগুলির মধ্যে ভারতের স্থান রয়েছে চতুর্থ স্থানে।
এই মুহূর্তে স্পাম কলের শিকার হওয়া দেশগুলির মধ্যে সবার প্রথমে রয়েছে ব্রাজিল। সেই দেশে প্রত্যেক মোবাইল ব্যবহারকারীকে গড়ে প্রায় ৩২.৯ টি কল রিসিভ করতে হয়। দ্বিতীয় স্থানে রয়েছে পেরু। তবে এই তালিকায় আগে ভারতের স্থান ছিল নবম।
কিন্তু সম্প্রতি যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ভারত চতুর্থ স্থান পেয়েছে। এখন ভারতে গড়ে স্পাম কল আসে প্রায় ২০.২ টি। বিশেষ করে কোভিড পরিস্থিতি শুরু হওয়ার পরেই এই গ্ৰাফ আরও উর্দ্ধমুখী হয়েছে।