দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো:
করোনার নতুন রূপ ওমিক্রন সারা বিশ্বে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। WHO জানিয়েছে এখনও পর্যন্ত ৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে এবং করোনার যেকোনও প্রজাতির চেয়ে দ্রুত হারে সংক্রমিত হচ্ছে। WHO বিশেষজ্ঞরা সমস্ত দেশকে সতর্ক করেছে। এখনও কার্যকারী নয় টিকা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ফের লকডাউন আরোপ করার সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে।
করোনা পরীক্ষা বাড়িয়ে সংক্রমণকে চিহ্নিত করে শৃঙ্খল ভাঙতে সমস্ত প্রচেষ্টা করছে বিশ্বের একাধিক দেশ। যেমন নেদারল্যান্ডস ওমিক্রন এড়াতে ফের সম্পূর্ণ লকডাউনের মধ্য যেতে পারে বলে খবর। শুক্রবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জং।
সেই বৈঠকে তিনি বলেন, “করোনার নতুন প্রজাতি ওমিক্রনের দাপট নিয়ে সরকার উদ্বিগ্ন। সরকার স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলবে। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট শনিবার স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করতে চলেছেন। ওমিকনের সংক্রমণ রোখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিকে লকডাউনের সিদ্ধান্ত নিয়ে বিক্ষোভ রয়েছে একাধিক মহলে। ২০২০ তে লকডাউনের ফলে গোটা বিশ্বের সব ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে করোনা ভাইরাস সংক্রান্ত বিধি নিয়ে চিন্তা ভাবনা চলছে।