দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ফের ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে ফিলিপিন্সে। বরাবরই দুর্যোগের সম্মুখীন হতে হয় এই দ্বীপ রাষ্ট্রকে। তবে এবার ঝড়ের প্রভাব অনেকটাই বেশি ছিল। যার ফলে এবার মৃত্যু হয়েছে বহু মানুষের। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে প্রায় ২০৮ জন মানুষের। বিশেষজ্ঞদের ধারণা এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এখনও বহু মানুষ আটকে রয়েছে ধ্বংসস্তূপের তলায়। তাই সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে উদ্ধারকার্য চালাচ্ছে। আসলে গত বৃহস্পতিবার ফিলিপিন্সের উপকূলবর্তী এলাকাগুলিতে আছড়ে পড়ে রাই নামক এই টাইফুন। ঝড়টি আছড়ে পড়ার আগেই সরকারের তরফে সতর্ক করা হয়েছিল দেশবাসীকে। তাই প্রাণ বাঁচাতে সকলেই ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলেন।
আরও পড়ুন : গোয়ার স্বাধীনতা দিবসের দিন ফের সর্দার বল্লভভাই পটেলের সুনাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
দেশের প্রায় তিন মাস লক্ষ মানুষ এখন ঘর ছাড়া হয়েছেন। ঝড়ের প্রভাবে দেশের বহু অঞ্চলে ইন্টারনেট পরিষেবা ও বিদুৎ পরিষেবা বন্ধ রয়েছে। এছাড়াও বহু বাড়ি-ঘর, হাসপাতাল, স্কুল ও কমিউনিটি সেন্টার ক্ষতিগ্ৰস্থ হয়েছে।