দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বর্তমান সময় এশিয়া তথা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হচ্ছে। ধীরে ধীরে শক্তি যত বাড়ছে এশিয়ায় নিজেদের অগ্ৰাসনও বাড়াচ্ছে চিন। চিনের অগ্ৰাসনের শিকার প্রতিবেশী প্রত্যেকটি দেশ। বিশেষ করে বেশ কিছু দিন ধরেই চিনা নৌবাহিনীর আধিপত্য দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ চিন সাগরে। এতদিন তাইওয়ানকে দেশের সঙ্গে যুক্ত করতে মরিয়া চেষ্টা করেছে চিন। এবার তাদের নজর পড়েছে জাপানের বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জের দিকে।
সম্প্রতি দুটি চিনা যুদ্ধ জাহাজ দেখতে পাওয়া গেছে জাপানের সমুদ্রসীমার কাছাকাছি। জাপানের দাবি, জাপানের সমুদ্রসীমায় ঢুকে চিনা জাহাজ দুটি মৎস্যজীবীদের নৌকার দিকে এগোনোর চেষ্টা করেছিল। তারপর আবার নিজেদের এলাকায় ফিরে যায়। এই ঘটনার পর এবার জাপান ও চিনের সাথে সংঘাতের সম্ভবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন : টাইফুনের প্রভাবে বিধ্বস্ত ফিলিপিন্স, প্রাণ হারিয়েছেন প্রায় ২০৭ জন মানুষ
প্রসঙ্গত, জাপানের সেনকাকু দ্বীপপুঞ্জকে চিন বহু বছর আগে থেকেই নিজেদের বলে দাবি করে এসেছে। তাই আগেও দ্বীপপুঞ্জের অধিকার নিয়ে দুই দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে।