দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ফের পাকিস্তানে হিন্দু মন্দির ভাঙার ঘটনা সামনে এল। ঘটনাটি ঘটেছে প্রতিবেশী দেশের করাচি শহরে। করাচির রনছোড় লাইন এলাকার একটি হিন্দু মন্দিরে ঢুকে ভাঙচুর চালায় এক ব্যক্তি। ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, সন্ধ্যায় করাচির রনছোড় লাইন এলাকায় হিন্দু মন্দিরে ঢোকে এক ব্যক্তি। এরপর যোগমায়া দেবীর মূর্তিটিকে হাতুড়ির আঘাতে ভেঙে ফেলে বলে অভিযোগ। যদিও ওই ব্যক্তি ধরা পড়ে যায় স্থানীয়দের হাতে। তারা পুলিশের হাতে তুলে দেয়। ধর্মীয় অবমাননার আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে প্রশাসন।
পাকিস্তানে মন্দির ভাঙচুরের ঘটনার উত্তাপ ছড়িয়েছে ভারতে। বিজেপি নেতা মনজিন্দর সিং সির্সা দাবি করেছেন, এই ঘটনা আসলে সেই দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্রের সমর্থিত সন্ত্রাস। আরও একটি টুইটে করাচি ঘটনা ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের নজরে এনেছেন বিজেপি নেতা। বিদেশ মন্ত্রীর কাছে তাঁর আবেদন, প্রতিবেশী দেশে হিন্দু ও শিখদের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে, আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হোক।
প্রসঙ্গত, গত অক্টোবর মাসেই পাকিস্তানের এই প্রদেশ একটি মন্দিরে হামলা করে একদল দুষ্কৃতী। দামি গয়না ও প্রণামীর বাক্সের টাকা চুরি করা তারা। প্রতিবেশী দেশের খাইবার পাখতুনখোয়া এলাকার একটি হিন্দু মন্দিরে হামলার ঘটনায় সরকারি ভাবে প্রতিবাদ জানিয়েছিল ভারত