দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের শেষ নেই। সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক গবেষকদের। দেশে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা ২৩৮। তবে এরই মাঝে একটি স্বস্তির খবর পাওয়া গেল। এক গবেষণার প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা অনেকটা কম।
স্কটল্যান্ডের গবেষকরা জানিয়েছেন, কোনও ব্যক্তি, ডেল্টা-র তুলনায় ওমিক্রনে তাঁর ১০ গুণ বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওমিক্রনে আক্রান্তদের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা প্রায় দুই-তৃতীয়াংশ কম। লন্ডনের ইমপেরিয়াল কলেজের গবেষকরা ইংল্যন্ডে ওমিক্রন আক্রান্তদের কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে জানিয়েছেন, ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা ১৫ থেকে ২০ শতাংশ কম।
বুধবার দক্ষিণ আফ্রিকার ন্যাশন্যাল ইন্সটিটিউট ফর কমিউনিকেবল ডিজিজের তরফে জানানো হয়, অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ কম। ডেল্টার তুলনায় ওমিক্রনের ক্ষেত্রে গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনাও ৭০ শতাংশ কম। তবে গবেষকরা সতর্কবার্তাও দিয়েছেন যে, বিশ্বব্যপী যদি ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকে, তবে স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ সৃষ্টি হতে পারে। ব্রিটেনে ইতিমধ্যেই দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখ পার করেছে। এই পরিস্থিতি চলতে থাকলে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়বে।
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘ্রেবিয়াসিস জানান, কেবল বুস্টার ডোজ় দিলেই ওমিক্রন থেকে রক্ষা পাওয়া যাবে না। তিনি বলেন, “বুস্টার ডোজ় দিতেই কোনও দেশ পার পাবে না। বুস্টার ডোজ়ের মানে এই নয় স্বাস্থ্যবিধি ভুলে উৎসবে মজে ওঠা।