দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আধুনিক যুগে প্রযুক্তিক্ষেত্রে বিশ্বের শক্তিধর দেশগুলিকেও টক্কর দিচ্ছে ভারত। সে সাধারণ গাড়ি হোক কিংবা সামরিক যুদ্ধ জাহাজ ও বিমান সব কিছুই আজ তৈরি হচ্ছে ভারতে। অত্যাধুনিক ভারতীয় প্রযুক্তির উপর ভিত্তি করে দেশের মাটিতেই নানান জিনিস পত্র তৈরি করা হচ্ছে। এই সকল জিনিস পত্র বিদেশে বিক্রি করেও অনেক লাভ হচ্ছে দেশের।
তবে প্রযুক্তিক্ষেত্রে ভারতের এই পারদর্শীতার কথা এবার স্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি পাকিস্তানের লাহোরে স্পেশাল টেকনোলজি জোনের উদ্বোধন করতে এসে তিনি এই মন্তব্য করেছেন।
আরও পড়ুন : ফের এক ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল এরাজ্যে, আপাতত এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ঐ ব্যক্তি
টেকনোলজি জোনের উদ্বোধন করতে এসে তিনি বলেছেন, “ভারতের থেকে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি এব্য়াপারে। ১৫-২০ বছর আগে হিন্দুস্তান এই সেক্টরে চলে এসেছিল। তারা বর্তমানে প্রায় ১৫০ বিলিয়ন ডলার রফতানি করছে। ১৯৯০ সালে যখন ভারত এই অর্থনীতি শুরু করেছিল তখন প্রবাসী ভারতীয়রা এতে বিনিয়োগ করতেন। সেটা দেখে বড় কোম্পানিগুলি ভারতে বিনিয়োগ করা শুরু করে। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এই সেক্টরে কোনওদিন জোর দিইনি। আর যে দেশগুলি রফতানিতে পিছিয়ে ছিল তারা আজ এগিয়ে গিয়েছে।”