দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বর্তমান সময় আফগানিস্তানে তালিবানি শাসন প্রতিষ্ঠা হওয়ার পিছনে সবচেয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল পাকিস্তানের। সারা বিশ্বের বহু মানুষ যখন তালিবানের বিরুদ্ধে ছিল তখন একমাত্র পাকিস্তান তালিবানের পাশে ছিল। এখনও পাকিস্তান সরকার আফগানিস্তানের তালিবান সরকারকে সারা বিশ্বে স্বীকৃতি দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
কিন্তু এবার সেই পাক সেনার বিরুদ্ধেই গুলি চালানোর নির্দেশ দিল তালিবান। আসলে পাকিস্তানে অবস্থিত ডুরান্ড লাইনকে তালিবান গত কয়েক মাস ধরেই নিজেদের সীমানা বলে মানছে না। আর এটা নিয়েই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে তালিবানের।
আরও পড়ুন : ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে রাশিয়া, স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই দৃশ্য
আসলে সম্প্রতি ঐ অঞ্চলেই তালিবানের সীমান্ত রক্ষীরা ফেন্সিং ভেঙে গুঁড়িয়ে দেয়। আর ঘটনার পাক বাহিনী বাঁধা দিতে যাওয়ায় গুলি চালায় তালিবান। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী ইমরান খান।