দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ওমিক্রন বিশ্বে ঝড় তুলেছে, সেই সময় এল আরও এক বার্তা। চলতি মাস্ক ব্যবহার করে কোনও ভাবেই ওমিক্রনের হাত থেকে রক্ষা মিলবে না। দরকার থ্রি প্লাই সার্জিক্যাল মাস্ক। মেডিক্যাল বিশেষজ্ঞ তথা জর্জ ওয়াশিংটন মিলকেন ইন্সটিটউট স্কুল অব পাবলিক হেলথয়ের স্বাস্থ্যনীতি এবং ম্যানেজমেন্টকর্তা ডা. লিয়ানা ওয়ান জানিয়েছেন, ‘ওমিক্রনের হাত থেকে বাঁচতে প্রয়োজন থ্রি প্লাই মাস্ক। কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার একেবারেই চলবে না। থ্রি প্লাই মাস্কের ওপর কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করা যেতে পারে।’
ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সর্বশেষ নির্দেশিকায় বলা হয়েছে, কোনও অবস্থাতেই যেন N95 মাস্ক ব্যবহার না করা হয়। সেই সব মাস্ক পরতে হবে যে মাস্কে দুটি বা তিনটি লেয়ার রয়েছে। উল্লেখ করা যেতে পারে, জার্মানি এবং অস্ট্রিয়া ইতোমধ্যে জানিয়ে জনবহুল স্থানে যেতে হল সার্জিক্যাল মাস্ক পরতে হবে।
করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে বিশ্বজুড়ে N95 মাস্ক ব্যবহারের একটি হুজুগ তৈরি হয়েছিল। মাস্কের ভয়াবহ সঙ্কট দেখা দেয়। সমস্যায় পড়েন চিকিৎসকেরা। বিশ্বজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা উল্লেখজনক হারে বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন সব পক্ষই। করোনার দুটি টিকা নিয়েছেন, অনেকের শরীরে বাসা বেঁধেছেন করোনার এই নতুন প্রজাতি। ইউরোপের বেশ কয়েকটি দেশে জারি হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। ওমিক্রনে সংক্রমণ রোধ করা যায়নি। উন্নত মানের মাস্ক ব্যবহার ছাড়া আপাতত কোনও গতি নেই।