দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গোটা বিশ্ব জুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। আমেরিকা , ব্রিটেনের পর মারাত্মক পরিস্থিতি ফ্রান্সে। মাত্র এক মাসের মধ্যেই ওমিক্রনের এই দাপটে বিস্মিত গবেষকরা। আর এই পরিস্থিতিতে বহু দেশই হাঁটছে লকডাউনের পথে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনা আক্রান্ত প্রায় ১ লক্ষ ৮০ হাজার। মাত্র কয়েকদিন আগেই দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষের গণ্ডি ছাড়িয়েছিল।
কিন্ত সংক্রমণের হার দ্রুত গতিতে বেড়েছে যে তা প্রায় ঢুকে পড়েছে ২ লক্ষের ঘরে। গতকালের হিসেবে ফ্রান্সে একদিনে আক্রান্ত ১ লক্ষ ৭৯ হাজার ৮০৭ জন। ৭৯ শতাংশ ফরাসি নাগরিক টিকার সম্পূর্ণ ডোজ নেওয়ার পরেও রোখা যাচ্ছে না ওমিক্রনকে। মৃত্যু হয়েছে ১ হাজারেরও বেশি আক্রান্তের। সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বগামী ব্রিটেনেও। মঙ্গলবার আক্রান্ত ১ লক্ষ ২৯ হাজার ৪৭১ জন। যা সাম্প্রতিক সংক্রমিতের হিসেবে সর্বোচ্চ দৈনিক হিসেব।
শুধু ফ্রান্স ও ইংল্যান্ড নয়, বিশ্বের মোট ১০৮টি দেশে এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। একমাস আগেই দক্ষিণ আফ্রিকায় খোঁজ মিলেছিল করোনার নতুন প্রজাতি ওমিক্রনের। এই ওমিক্রন বাস্তবের মাটিতে দাড়িয়ে বিপদজনক ওতে হতে বেশি দিন সময় নেয়নি।
এই পরিস্থিতি বেগতিক দেখে লকডাউন ও অন্যান্য বিধি নিষেধের দিকে হাঁটছে বহু দেশ। চিন ইতিমধ্যে আমেরিকা, ইউরোপের দিকে নজর রেখে আরও সতর্ক থাকতে চাইছে। ‘জিরো কোভিড’ স্ট্যাটেজি নিয়ে কড়া লকডাউনের সিদ্ধান্ত নিয়ে আরও বেশি প্রদেশে কড়াকড়ি শুরু করেছে বেজিং।