দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
Omicron ও Delta স্ট্রেনের জোড়া আক্রমনে বিপর্যস্ত গোটা বিশ্ব। এরই মাঝে আতঙ্কের স্রোত আরও খানিকটা বাড়িয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার WHO-র তরফ থেকে জানানো হল, খুব শীঘ্রই বিশ্ব জুড়ে করোনার সুনামি আসতে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দ্রুত গতিতে করোনার Delta এবং Omicron স্ট্রেন ছড়িয়ে পড়ছে। যা অবশ্যই খুবই আতঙ্কের কারণ। এর জেরেই করোনা সংক্রমণ ও দাপট বাড়ছে বলে দাবি করেছে WHO। এই পরিস্থিতি বজায় থাকলে কোভিড সংক্রমণে মৃত্যুও বাড়বে, দাবি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এই দিন WHO চিফ ট্রেডাস আধানুম গাব্রেসাস বলেন, ‘Omicron সংক্রমণ খুব দ্রুত হচ্ছে। এই কারণে ভয়টা বেশি। একসময় Delta Variant যেভাবে ছড়িয়ে পড়ছিল, তার চেয়েও দ্রুত হারে ছড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন। এতে করোনার সুনামি আসতে পারে।’ তাঁর সংযোজন, পরিস্থিতি বজায় থাকলে আবারও বিশ্বের প্রতিটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের উপর চাপ বাড়বে।’ যা অত্যন্ত উদ্বেগের।
WHO প্রধানের আশঙ্কা, করোনা সংক্রমণে সাধারণ মানুষের পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরাও আক্রান্ত হচ্ছেন। বিশ্বের সমস্ত দেশের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়বে। যাঁরা ভ্যাকসিন নেননি, তাঁদের সতর্ক করেছেন WHO চিফ। তাঁর কথায়, এখনও পর্যন্ত করোনা টিকা নেননি, তাঁরা যদি Omicron কিংবা Delta দ্বারা আক্রান্ত হন, তাহলে মৃত্যুর ঝুঁকি অনেকটা বেশি।’