দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
হু হু করে বাড়ছে ওমিক্রনের সংক্রমণ। অন্য দিকে শুরু হচ্ছে কম বয়সী ও বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া। এই অবস্থায় অনেকের মনে একটাই প্রশ্ন— বিভিন্ন দেশের বুস্টার কি ওমিক্রন ঠেকাতে পারবে ? কতটা কাজের এই বিশেষ বুস্টার ডোজ ? দুটো টিকার পরে তৃতীয় টিকা নিলে কতটা লাভ হতে পারে ? এই বিষয় নিয়ে একটা সমীক্ষা চালিয়েছেন ইংল্যান্ডের চিকিৎসকরা। সেখানে দেখা গিয়েছে বুস্টার ডোজে অনেকটাই বাড়ে ওমিক্রন থেকে লড়ার ক্ষমতা। প্রায় ৮৮ শতাংশ ক্ষমতা বাড়ে।
সম্প্রতি ইংল্যান্ডেও মারাত্মক ভাবে বেড়ে গিয়েছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। সেই সময়ে বুস্টার ডোজ নিলে কী ধরনের উপকার হতে পারে, তা নিয়ে সমীক্ষা চালাচ্ছিলেন সে দেশের গবেষকরা। সেখান থেকেই উঠে এসেছে এই পরিসংখ্যান। দেখা গিয়েছে, তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ বহু ক্ষেত্রেই উপকার করে। টিকার দু’টি ডোজের পরে বুস্টার ডোজ নিয়েছেন, তাঁদের কোভিড সংক্রমণ হলে হাসপাতালে ভর্তি হওয়ার পরিমাণও কমেছে।উপসর্গই অত্যন্ত মৃদু ভাবে দেখা দিয়েছে। সব মিলিয়ে ৮১ শতাংশ ক্ষেত্রে প্রয়োজন কমেছে হাসপাতালে ভর্তি হওয়ার।
গবেষক দলের প্রধান এরিক টপোলের বক্তব্য, ‘টিকার দু’টি ডোজ নিলে কোভিডের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা অনেকটাই বাড়ে। প্রায় ৬১ শতাংশ বৃদ্ধির পায়। সেখানে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিলে এটা বেড়ে হয়ে যায় প্রায় ৮৮ শতাংশ।’ বুস্টার ডোজ হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজনীয়তা কমাচ্ছে তাই নয়, এর ফলে ওমিক্রন অনেকটাই আটকানো যাচ্ছে, তা বলছেন ইংল্যান্ডের চিকিৎসকরা।
বহু ক্ষেত্রেই সংশয় রয়েছে, টিকা ওমিক্রনের ওপর ভালো করে কাজ করতে পারবে কি না।কিন্তু সেই সংশয় না রাখতে বলছেন এরিক টপোল। উপসর্গের ধরন গুলো আলাদা বলে ওমিক্রনের ক্ষেত্রে টিকার প্রভাব সব সময় বোঝা যাচ্ছে না। কিন্তু বুস্টার ডোজ ওমিক্রনকে আটকাতে সাহায্য করছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।