দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ওমিক্রন ভ্যারিয়েন্ট উদ্বেগজনক হিসেবে চিহ্নিত হওয়ার পর থেকে বিশ্বের একাধিক দেশে দ্রুত করে ছড়িয়েছে সংক্রমণ। বর্তমানে ব্রিটেন ও আমেরিকাতে Omicron-র সংক্রমণ একেবারে শীর্ষে পৌঁছেছে। তবে ক্রমশ নীচের দিকে নামবে সংক্রমণের সেই গ্রাফ। এমনটাই ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক আলি মোকদাদ জানিয়েছেন, তীব্র গতিতে ওমিক্রনের সংক্রমণ ওপরের দিকে উঠেছে, সেই গতিতেই নীচের দিকে নামবে।
গবেষকরা জানাচ্ছেন, এত বেশি মানুষকে সংক্রমিত করেছে ওমিক্রন ভ্যারিয়েন্ট যে, মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। ফলে নতুন সংক্রমণের সম্ভাবনা কমছে। বিশেষজ্ঞরাও এই কথাও জানিয়েছেন , ওমিক্রনের দাপট কমলেও করোনা সংক্রমণ নতুন করে কোন দিকে মোড় নেবে, তা এখনই বলা কঠিন। বিভিন্ন দেশে পরিস্থিতি বিভিন্ন রকম বলেও দাবি করেছেন অধ্যাপক আলি মোকদাদ।
ইউনিভার্সিটি অব টেক্সাসের অধ্যাপক লরেন অ্যানসেল মেয়রস জানিয়েছেন, কয়েক দিনে ওমিক্রন আক্রান্তের গ্রাফ আরও ওপরের দিকে উঠে যেতে পারে। তারপর কমতে শুরু করবে সংক্রমণ। সম্প্রতি আমেরিকায় করোনা সংক্রমণ রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। এক দিনে আক্রান্ত হয়েছে ১০ লক্ষের বেশি মানুষ। অধ্যাপক মোকদাদের দাবি, যাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁরা প্রত্যেকে আক্রান্ত হচ্ছেন, কেউ বাদ যাচ্ছেন না।
ব্রিটেনের ইস্ট অ্যাঙ্গিলা ইউনিভার্সিটির গবেষক পল হান্টার উল্লেখ করেছেন ব্রিটেনেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছে। ঠিক দক্ষিণ আফ্রিকায় সংক্রমণ কমেছে, সেই ভাবেই সব জায়গাতেই আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন তিনি। গত এক সপ্তাহে গোটা ইউরোপে করোনা আক্রান্ত হয়েছেন ৭০ লক্ষ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৮ সপ্তাহের মধ্যে ইউরোপের অর্ধেক জনসংখ্যা করোনা আক্রান্ত হবেন।