দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ওমিক্রন নিয়ে আগেও বিশ্ববাসীকে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। বিশ্বের একাধিক দেশে যখন করোনা ভাইরাস দাপট দেখাচ্ছে তখন ফের একবার উল্লেখযোগ্য মন্তব্য করলেন WHO প্রধান। কাদের জন্য সবথেকে বেশি ভয়াবহ হয়ে উঠতে পারে করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রন স্ট্রেন ? তার জবাব দিলেন WHO প্রধান।
সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘ওমিক্রন আক্রান্তদের শরীরে মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। কিন্তু, এটা অত্যন্ত ভয়াবহ ভাইরাস। আর বিশেষত যাঁরা টিকা নেননি তাঁদের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে করোনার এই ভ্যারিয়্যান্ট। প্রশ্ন উঠছে, করোনা কি এন্ডেমিক পর্যায়ে প্রবেশ করেছে ? এই প্রসঙ্গে WHO-র বিশেষজ্ঞ মারিয়া ভান বলেন, ‘এই ভাইরাস এন্ডেমিক পর্যায়ের দিকে এগোচ্ছে। কিন্তু, এখনও এন্ডেমিক পর্যায়ে প্রবেশ করেনি।
বিশ্বে এখনও বহু মানুষ করোনার টিকা পাননি। সেক্ষেত্রে এই ভাইরাসকে ছড়াতে দেওয়ার ফলাফল ভয়াবহ হতে পারে। অতিরিক্ত মানুষ ওমিক্রনে সংক্রামিত হলে হাসপাতালে ভর্তির সংখ্যা এবং মৃত্যুর সংখ্যাও বাড়বে। আফ্রিকাতে ৮৫ শতাংশ মানুষ এখনও করোনা টিকার প্রথম ডোজ পাননি। সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে।’ এদিকে ওমিক্রমের হাত ধরেই শেষ হবে করোনার দাপট, এমনটাই মনে করছেন বহু বিশেষজ্ঞ। এই প্রসঙ্গে WHO-র করোনার টেকনিক্যাল প্রধান মারিয়া ভান জানান, ওমিক্রনের পর করোনার নতুন কোনও স্ট্রেন থাবা বসাবে কি না তা আগে থেকে বলা অত্যন্ত কঠিন।’
অর্থাৎ ওমিক্রনের হাত ধরে করোনার দাপট শেষ হওয়ার আশা করা যাচ্ছে। কিন্তু, এখনও যাঁরা টিকা নেননি তাদের ক্ষেত্রে ভয়াবহ হয়ে উঠতে পারে ওমিক্রন, এই নিয়ে সতর্কবার্তা জারি করেছে WHO। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৪১৭ জন। দেশের এই ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ চিন্তা বাড়াচ্ছে।