দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আবারও মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবু ধাবিতে জোড়া হামলা চালাল ইরান ও ইয়েমেন মদতপুষ্ঠ জঙ্গি গোষ্ঠী গুলি। হতাহতের তেমন কোনও খবর মেলেনি। তবে ড্রোন হামলার জেরে আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের একাংশে আগুন ধরে যায়। সেই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের মদতপুষ্ঠ জঙ্গি গোষ্ঠী হাউথি।
সংযুক্ত আরব আমিরশাহীর বৈদেশিক কূটনীতি এবং সরকারের কৌশল নির্ধারিত হয় এই আবু ধাবি থেকে। সেই নিরিখে দেখতে গেলে আমিরশাহীর গুরুত্বপূর্ণ রাজধানী শহর আবু ধাবি। সোমবার এই শহরকে নিশানা করল হাউথি জঙ্গিরা। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে শহরে জোড়া অগ্নিকাণ্ড ঘটে। বিমানবন্দরে জ্বালানি সরবরাহকারী তেলের তিনটি ট্যাঙ্কারে এক বিস্ফোরণ ঘটে। আবার বিমানবন্দরের ভিতরে নির্মিয়মান একটি বিল্ডিংয়ে আগুন ধরে যায়। সেই ড্রোন হামলার জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বেশ কিছুক্ষণের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বিমান ওঠানামায় তেমন কোনও ক্ষতি হয়নি। এদিকে ট্যাঙ্কারের বিধ্বংসী আগুনও আপাতত নিয়ন্ত্রণে। আর নাশকতামূলক কার্যকলাপের দায় নিয়েছে ইয়েমেন মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী হাউথি। ড্রোনের মাধ্যমে হামলা চালানোর কথাও স্বীকার করেছে তারা। উল্লেখ্য, ২০১৯ সালে ১৪ সেপ্টেম্বর আমিরশাহীর দু’টি তেলের খনিতে হামলা চালিয়েছিল এই হাউথি গোষ্ঠী। যার জেরে দু’দেশের সম্পর্কের আরও অবনতি হয়।