দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
সন্ত্রাসবাদ ইস্যুতে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধোনা করল ভারত। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তাদের ভাবার প্রয়োজন নেই। পাক অধিকৃত কাশ্মীর বেআইনি ভাবে দখল করে রেখেছে পাকিস্তান। ওই এলাকা থেকে সরে যাক তারা। রাষ্ট্রসংঘের মঞ্চে কড়া অবস্থান নেওয়া হল ভারতের তরফে।
বিশ্বমঞ্চে পাকিস্তানকে সরাসরি তোপ দাগে ভারত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের প্রতিনিধি আর মধুসূদন বলেন, গোটা বিশ্বে স্বীকৃত পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিয়ে থাকে। আর মধুসূদন বলেন, “জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান কী মনে করে তা গুরুত্বপূর্ণ নয়”। ভারতের প্রতিনিধি কড়া মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা পাকিস্তানকে বলছি, বেআইনি ভাবে অধিকৃত ভারতের Pok ও লাদাখের অংশ থেকে ছেড়ে দিক।
ভারতের প্রতিনিধি এই বিষয়ে আরও মন্তব্য করেন রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রতিনিধির মন্তব্যের উত্তরে দেন পাকিস্তান প্রতিনিধি। এই দিন নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি মুনির আক্রম বলেন, পাকিস্তান ভূখণ্ডে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে ভারত। এরপরে আর মধুসূদন বলেন, “সন্ত্রাসবাদীদের তাদের দেশে আশ্রয় দেওয়ার প্রতিষ্ঠিত ইতিহাস রয়েছে পাকিস্তানের। তাছাড়াও জঙ্গিদের সাহায্য করা হয়, সক্রিয় ভাবে সমর্থন করা হয় সেই দেশে। এটি এমন এক দেশ যা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসাবে সেই বিষয় স্বীকৃত।”
এই সঙ্গে ভারতের তরফে বলা হয়, ভারত সব সময় পড়শি দেশের সঙ্গে সুম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু অর্থবহ আলোচনা তখনই হতে পারে যখন সন্ত্রাস ও শত্রুতা মুক্ত পরিবেশ তৈরি হয়। অন্যদিকে সেই মঞ্চে মুম্বই হামলা প্রসঙ্গও তোলেন ভারতের আর মধুসূদন। তিনি মনে করিয়ে দেন, ওসামা বিন লাদেনের মতো গোটা বিশ্বের ত্রাসকে পাকিস্তান তাদের দেশে জায়গা করে দিয়েছিল।