দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
জঙ্গি গোষ্ঠী ISIS-র কফিনে শেষ পেরেক পুঁতে দিল আমেরিকা ? কারণ, জঙ্গিদমনে বড় সাফল্য পেল ওয়াশিংটন। সিরিয়ায় ISIS শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল-কুরেশিকে নিকেশ করল তারা। মার্কিন প্রশাসন সূত্রে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম সিরিয়াতে অভিযান চালায় আমেরিকার বিশেষ বাহিনী। তাতেই মেলে এই সাফল্য। প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, সশস্ত্রবাহিনীর সদস্যদের পরাদর্শিতা এবং সাহসকে আমি কুর্নিশ জানাচ্ছি। আবু ইব্রাহিম আল-কুরেশির যুদ্ধক্ষেত্রে জয়ী হয়েছি।”
সংবাদমাধ্যমকে মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিপদ বুঝে আবু ইব্রাহিম নিজেই একটি বোমা ফাটান। সপরিবার মৃত্যু হয় তাঁর। অভিযান সম্পর্কে সিরিয়ার সরকার জানিয়েছে, ঘটনাস্থল থেকে মোট ১৩টি মৃতদেহ উদ্ধার করেছে তারা। বুধবার গভীর রাতে হঠাৎই উত্তর-পশ্চিম সিরিয়ার এলাকায় আকাশে মার্কিন সেনাবাহিনীর চপার উড়তে দেখা যায়। বিদ্রোহীদের দখলে থাকা আতমেহ শহরের বাইরে চপার গুলি নামে। চপার থেকে নামতেই তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয় মার্কিন বাহিনীকে। চপার ধংস করতে ‘অ্যান্টি এয়ারক্রাফ্ট গান’ থেকে লাগাতার গুলিবর্ষণ শুরু করে বিদ্রোহীরা। অভিযান শুরু করে মার্কিন বাহিনী। প্রায় দু’ঘণ্টা ধরে এসব চলতে থাকে।
প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, প্রবল প্রতিরোধের মুখে পড়েও অভিযানে সামিল মার্কিন বাহিনীর প্রত্যেক সদস্য সুস্থ শরীরে ফিরে এসেছেন। তিনি বলেন, “আমেরিকার নাগরিক এবং আমাদের বন্ধুদের সুরক্ষিত রাখতে এবং পৃথিবীকে নিরাপদ স্থান হিসাবে গড়ে তুলতে” সদা সচেষ্ট।