দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
লাগাতার বিদ্রোহের আগুনে জ্বলছে বালোচিস্তানে। বালোচ বিদ্রোহীদের সঙ্গে এখনও চলছে পাক সেনাবাহিনীর ভয়াবহ লড়াই। বালোচ বিদ্রোহীদের পাল্টা মারে কার্যত কোণঠাসা পাক ফৌজ বলে খবর। বালোচ বিদ্রোহীদের তরফে দাবি অন্তত পক্ষে ১৭০ জন পাক সেনাকে খতম করেছে তারা।
গত বুধবার থেকে বালোচিস্তানে ভয়াবহ লড়াই চলছে। স্বাধীনতার দাবিতে পাকিস্তানি ফৌজের বিরুদ্ধে তুমুল লড়াই শুরু করেছে বালোচ বিদ্রোহীরা। সেই দিন বালোচিস্তানের পাঞ্জগুর জেলায় পাকিস্তানি ফৌজের দু’টি সেনাচৌকিতে হামলা চালায় বিদ্রোহীরা। নিজেদের টুইটার হ্যান্ডেলে সেই হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহী সংগঠন ‘বালোচিস্তান ন্যাশনাল আর্মি’।
সূত্রের খবর, গত মাসে ‘বালোচিস্তান রিপাবলিকান আর্মি’ ও ‘ইউনাইটেড বালোচ আর্মি’ এক ছাতার তলায় আসায় নতুন সংগঠন তৈরি হয়েছে। এক বিবৃতিতে অন্তত ১৭০ জন পাকিস্তানি ফৌজকে খতম করার দাবি করেছে ‘ বালোচ লিবারেশন আর্মি’। সরকারি সূত্রে ওই খবরের সত্যতা নেই বলে দাবি করা হয়েছে।