দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গত ২০২০ সালে করোনা যখন চোখ রাঙানো শুরু করেছিল বিশ্বজুড়ে, তখনই ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত হয় একটি রিপোর্ট। যাতে স্পষ্ট লেখা হয়েছিল, নিকাশি জলেও করোনা ভাইরাস বেঁচে থাকে। গত দু’বছরে সারা বিশ্বে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে আমেরিকায়। মৃত্যুর সংখ্যাটাও বেশি আমেরিকাতে। নিউ ইয়র্কের ভাইরোলজিস্টদের নয়া রিপোর্ট আরও চিন্তার উদ্রেক হল। যাতে বলা হচ্ছে, নিকাশি নালার জলেও বাড়ছে করোনা ভাইরাস।
কোভিড সংক্রমণের গ্রাফও উপরের দিকে। তার মধ্যেই জানা গেল, নিউ ইয়র্কের মতো শহরের নিকাশি জলেও করোনার অস্তিত্ব রয়েছে। মিউটেশনের পর ওই জলে একটি করোনার প্রজাতির প্রমাণ মিলেছে যা মানবশরীরে পাওয়া যায়নি। ওদিকে ওমিক্রনের পর নিওকোভ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। WHO জানিয়েছিল, চিন্তা বাড়ানোর দরকার নেই। নিওকভ আগেই বাদুরের দেহে মিলেছিল। মানব শরীরে নিওকোভ আক্রান্ত হতে হলে আরও একটি মিউটেশন দরকার, যা সময়সাপেক্ষ।