দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
এখনই কোভিড অতিমারী শেষ হচ্ছে না। করোনা ভাইরাসের আরও নয়া রূপ আসতে পারে। WHO’-র বার্তা, আগামী কয়েক মাসের মধ্যেই করোনার নতুন রূপ বা ভ্যারিয়েন্ট হাজির হবে। তা ডেল্টার মারণ ক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন শুক্রবার বলেন, ‘‘আমরা করোনাকে বিবর্তিত হতে দেখেছি, পরিবর্তিতও হতে দেখেছি। তাই আমরা জানি, এই ভাইরাসের আরও রূপ থাকবে। উদ্বিগ্ন হওয়ার মতো রূপও থাকবে। এখনও অতিমারীর শেষে আসিনি।’’
ডঃ সৌম্যা স্বামীনাথন বলছেন, অতিমারী চলে গিয়েছে, এই গুজবে কান দিয়ে সতর্কতা ছাড়বেন না। নতুন ভ্যারিয়েন্ট যে কোনও সময় জন্মে যেতে পারে। আমাদের আবার আগের পরিস্থিতিতে ফিরে যেতে হতে পারে। তাই এখন কোনও ভাবেই সতর্কতা বন্ধ করা যাবে না।WHO’র প্রধান বিজ্ঞানী বলছেন,”গোটা বিশ্বে করোনার মোট সংক্রমণ যখন ১০০ পেরোয়নি তখনও সতর্ক করেছিলাম। সৌম্যা স্বামীনাথনের সতর্কবার্তা, বিধিনিষেধ না শুনলে আগামী দিনে ফের আগের পরিস্থিতিতে ফিরে যেতে হতে পারে আমাদের।
উল্লেখ্য, WHO-র বক্তব্য, আপাতত গোটা বিশ্ব থেকে অতিমারী বিদায়ের কোনও সম্ভাবনা নেই। বরং করোনার আরও নতুন স্ট্রেনের আবির্ভাব ঘটতে চলেছে। যা ওমিক্রনের থেকে আরও বেশি ভয়ংকর। ২০২০ সালে বিশ্বব্যাপী ডেল্টা ভ্যারিয়েন্টকে ‘ভয়ংকর’ আখ্যা দিয়েছিল WHO। কারণ এটি আলফা প্রজাতির থেকে ৫০ শতাংশ বেশি সংক্রামক। এরপর গত বছর মাথাচাড়া দেয় নতুন স্ট্রেইন ওমিক্রন। যা আরও দ্রুত হারে ছড়াতে থাকে। এবার আরও ভয়াবহ প্রজাতির আবির্ভাবের ইঙ্গিতও দিয়ে রাখলেন বিশেষজ্ঞরা। তাই সতর্ক থাকাটা জরুরি।