দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গোটা বিশ্ব করোনায় কাবু। এই সংক্রামক ভাইরাসের হাত থেকে বাঁচতে টিকাকরণে দেওয়া হচ্ছে জোর। কিন্তু, করোনার পাশাপাশি ইঁদুর বাহিত ভাইরাসের ফলে হচ্ছে জ্বর! Lassa জ্বরে আক্রান্ত হয়ে ব্রিটেনে মৃত্যুও হয়েছে ১ ব্যক্তির। বিশেষজ্ঞদের কথায়, লাসা ভাইরাসে আক্রান্ত হলে উপসর্গ দেখা যায়, তার সঙ্গে করোনার উপসর্গের মিল রয়েছে।
ব্রিটেনে লাসাতে আক্রান্ত হয়েছেন তিন জন। UK-র হেলথ সিকিউরিটি এজেন্সির তরফে বলা হয়েছে, “যাঁরা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাঁদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রত্যেকের শারীরিক অবস্থার উপর নজরদারি চালানো হচ্ছে। সাধারণ মানুষের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।”
কীভাবে ছড়ায় লাসা ভাইরাস ?
বিজ্ঞানীদের কথায়, এই ভাইরাস ইঁদুর বাহিত। লাসায় আক্রান্ত কোনও ইঁদুরের মূত্র বা মল খাবার জিনিস বা বাড়িতে ব্যবহৃত জিনিসের সঙ্গে মিশলে এবং তা ব্যবহার করা হলে ছড়াতে পারে এই ভাইরাস।