দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
এক ওমিক্রনে রক্ষে নেই, দোসর ডেল্টাক্রন। করোনার এই নতুন ভ্যারিয়্যান্ট চিন্তা বাড়াচ্ছে। ব্রিটেনে এই ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছিল। কিন্তু, এবার আমেরিকা এবং অস্ট্রেলিয়াতেও হদিশ পাওয়া পাওয়া গিয়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্টের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডেল্টাক্রন হাইব্রিড ভ্যারিয়্যান্ট। করোনার ডেল্টা স্ট্রেন এবং ওমিক্রনের মিশ্রণে তৈরি হয়েছে ডেল্টাক্রন। ব্রিটেনে ভ্যারিয়্যান্ট ধরা পড়েছিল। আরও দুটি দেশে এই ভ্যারিয়্যান্ট থাবা বসানোয় বেড়েছে উদ্বেগ।
UK-র স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, সম্প্রতি ভ্যারিয়্যান্ট প্রকাশ্যে এসেছে। ভ্যারিয়্যান্টটি কতটা সংক্রামক এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ডেল্টাক্রনের ভয়াবহতা জানতে আরও বেশ কিছু গবেষণার প্রয়োজন রয়েছে। ভ্যারিয়্যান্ট কতটা সংক্রামক বা তার উপসর্গই বা কী কী, সেই দিকে কড়া নজরদারি চালানো হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের যুক্তি, করোনা রোগী যাঁর দেহে ওমিক্রন এবং ডেল্টা এই দুটি ভ্যারিয়্যান্টই থাবা বসিয়েছিল তাঁর থেকে ভ্যারিয়্যান্টের উৎপত্তি সম্ভব। তবে এখনই স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তাৎপর্যপূর্ণভাবে গোটা বিশ্বে হাইব্রিড ভ্যারিয়্যান্ট দেখা গিয়েছে। কিন্তু, সেগুলি সংক্রামক নয়।
ডেল্টাক্রনে আক্রান্তদের শরীরে কী উপসর্গ লক্ষ্য করা যায়, তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভ্যারিয়্যান্ট নিয়ে এখনও গবেষণার প্রয়োজন রয়েছে। গত বছরের শেষের দিকে সেখানে ডেল্টাক্রন পাওয়া গিয়েছিল। ইউনিভার্সিটি অফ সাইপ্রাসের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখনও পর্যন্ত ২৫ জনের দেহে এই ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছিল। CSIR-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির সঙ্গে যুক্ত এক বিজ্ঞানী বলেছে, এর আগেও হাইব্রিড ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে।
করোনার পাশাপাশি ব্রিটেনের লাসা জ্বরও প্রাণ কেড়েছে দুই জনের। বিশেষ ধরনের ইঁদুর থেকে ছড়ায় এই ভ্যারিয়্যান্ট। ২০২২ সালের শুরু থেকে নাইজেরিয়াতে লাসা জ্বর এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ৫৯ জনের। লাসায় আক্রান্তদের দেহে একাধিক উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে। তবে সাধারণ মানুষের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।”