করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব একাধিক দেশে স্তিমিত। ওমিক্রন সংক্রমণ অনেকটাই আয়ত্বে। কিন্তু, এরই মধ্যে সাধারণ মানুষকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রনের সাব ভ্যারিয়্যান্ট নিয়ে আরও সতর্ক থাকা প্রয়োজন, জানাচ্ছে WHO। WHO-র বিশেষজ্ঞ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এই ভাইরাসটির বিবর্তন হচ্ছে। ওমিক্রনের একাধিক সাব ভ্যারিয়্যান্টের হদিশ পাওয়া গিয়েছে। এই ভ্যারিয়্যান্ট গুলি হল BA.1, BA.1.1, BA.2 এবং BA.3। গোটা দুনিয়ায় দাপট দেখাচ্ছে ওমিক্রন ভ্যারিয়্যান্ট। সাব ভ্যারিয়্যান্ট গুলির মধ্যে BA.2 ভ্যারিয়্যান্টের সংক্রমণ অনেক বেশি এবং তা দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানাচ্ছেন তিনি।
গত সপ্তাহে বিশ্ব জুড়ে করোনা প্রাণ কেড়েছে ৭৫ হাজারের। WHO-র বিশেষজ্ঞ জানাচ্ছেন, অন্যান্য সাব ভ্যারিয়্যান্টের তুলনায় BA.2 অনেক বেশি সংক্রামক। তবে WHO জানিয়েছে, ওমিক্রন ডেল্টার থেকে কম ভয়াবহ। WHO জানিয়েছেন, ওমিক্রনে আক্রান্তদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এছাড়াও করোনা এখনও ঘাতক। ভাইরাস কোনও সাধারণ ঠান্ডা লাগা নয়। এখনও সাধারণ মানুষের সাবধান থাকা প্রয়োজন।