দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর সঙ্গে টিভি চ্যানেলের অনুষ্ঠানে বিতের্ক যোগ দেওয়ার আহ্বান জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দু’দেশের মধ্যে সমস্যার সমাধান করার উদ্দেশ্যে মোদীকে বিতর্কে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বলেও ইমরান জানান।
দু’দিনের রাশিয়া সফরে গিয়ে ইমরান বলেন, ‘‘আমি আন্তরিক ভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে টিভি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে অংশ দিতে চাই।’ বিতর্ক সভার মাধ্যমে যদি মতবিরোধ মেটানো যায়, তা হলে দুই দেশের কোটি কোটি মানুষ উপকৃত হবেন বলেও মন্তব্য করেন ইমরান।
ভারতের পক্ষ থেকে এখনও কোনওরকম প্রতিক্রিয়া জানানো হয় নি। পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। ভারত সাফ জানিয়েছে , যতক্ষণ না পাকিস্তান বিভিন্ন জঙ্গি গোষ্ঠি গুলিকে নির্মূলে বিনাশ করে সাজা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে নারাজ ভারত।