দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
মস্কোর সঙ্গে নয়াদিল্লির ‘ভালো সম্পর্ক’ রয়েছে। চরম দুর্দিনে ভারতের সহায়তা চাইলেন ইউক্রেনের রাষ্ট্রদূত ইগোর পোলিখা। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর আবেদন ইউক্রেনের উপর হামলার থামাতে অবিলম্বে মস্কোর সঙ্গে কথা বলুক নয়াদিল্লি। প্রসিডেন্ট পুতিনকে এই আক্রমণ বন্ধ করতে বলুক তারা।
পূর্ব ইউক্রেনের দোনাসক এবং সদ্য স্বাধীন বলে ঘোষণা করেছেন পুতিন। দুই অঞ্চল নিয়ে ডনবাস অঞ্চল গঠন করা হয়েছে। নবগঠিত এলাকায় ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর অজুহাত খাড়া করে সরাসরি ইউক্রেনের উপর হামলা শুরু করে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিইভ এবং খারকিভে শুরু হয় গোলাবর্ষণ। হামলার মধ্যে সামরিক আইন অনুযায়ী, সেনাবাহিনীকে পালটা হামলার নির্দেশ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জিলেনস্কি।