দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আচমকা আক্রমণ। ইউক্রেনের একাধিক শহরে যখন ‘মিশাইল স্ট্রাইক’ হচ্ছে তখন প্রতিক্রিয়া দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘মনও কাঁদছে’ ডনবাস এর বাসিন্দাদের জন্য। পাশাপাশি বাইডেনকে হুঁশিয়ারিও দিয়েছেন পুতিন। কার্যত হুমকির সুরে তিনি বলেছেন, “ইউক্রেন এবং রাশিয়ার সমস্যায় যদি জো বাইজেন বা NATO ‘নাক গলায়’ তাঁর ফল ভয়াবহ হবে। এই বিষয়ে হস্তক্ষেপ করলে এমন ফল ভোগ করতে হবে যা অতীতে কখনও তারা ভোগ করেনি, জানিয়েছেন পুতিন।
উল্লেখ্য, ইউক্রেনে সেনা অপারেশন জারি করেছে রাশিয়া। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে দ্বন্দ্ব চলছিল তার চরম পরিনতি হিসেবে ‘যুদ্ধ’ শুরু হল বলে মতামত বিশেষজ্ঞ মহলের। রাশিয়ার অভিসন্ধি নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া হামলার জন্য প্রস্তুত এবং যে কোনও মুহূর্তে ইউক্রেনে হামলা হতে পারে বলে দাবি করেছিল হোয়াইট হাইস।