দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে ইউক্রেন পরিস্থিতির বিষয়ে জানিয়েছেন পুতিন। প্রধানমন্ত্রী বলেছেন, সৎ ও আন্তরিক আলোচনার মাধ্যমে রাশিয়া ও ন্যাটোর মতপার্থক্য দূর করা সম্ভব।’
প্রধানমন্ত্রীর দফতর থেকে আরও জানানো হয়েছে, ‘বৈঠকে প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ভারত ও রাশিয়ার সরকারি ও কূটনৈতিক সম্পর্ক আগের মতো থাকবে। দু’দেশ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গেই কাজ করবে। ইউক্রেনে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে তিনি বেশি চিন্তায় আছেন বলে জানান। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে ফেরানোর উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মোদী।