দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাষ্ট্রসঙ্ঘে রাশিয়ার বিরুদ্ধে হওয়া ভোটাভুটিতে অংশ নিল না ভারত। ইউক্রেন জট কাটাতে আলোচনায় বসার পরামর্শ দিলেন ভারতীয় প্রতিনিধি টি এস তিরুমূর্তি। নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব আনে আমেরিকা। ওই প্রস্তাবকে সমর্থন করে ১১টি দেশ। ভারত ভোটে অংশ নেবে না, তা জানিয়ে দেন রাষ্ট্রসঙ্ঘে ভারতীয় প্রতিনিধি তিরুমূর্তি পাশাপাশি চিন ও সংযুক্ত আরব আমিরশাহী সেই ভোটাভুটিতে অংশ নেয়নি। UNSC-র ১৫ সদস্যের মধ্যে ১১টি ভোট রাশিয়ার বিপক্ষে যায়। তবে রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী সদস্য রাশিয়া প্রস্তাবে ভেটো প্রয়োগ করায় নাকচ হয়ে যায় প্রস্তাব।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ জানিয়েছেন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে পক্ষপাতিত্ব করতে চায় না ভারত। ভারসাম্য নীতি বজায় রেখে চলছে নয়া দিল্লি। রাশিয়ার সঙ্গে বরাবর সুসম্পর্ক রয়েছে ভারতের। ইউক্রেনের সঙ্গেও ভালো সম্পর্ক নয়া দিল্লির। তাই রাশিয়ার সামরিক অভিযান নিয়ে নিন্দা করলেও, পুতিনের বিরুদ্ধে ভোটাভুটির পথে হাঁটেনি ভারত।