দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বিপদের মুহূর্তে দেশবাসীর সঙ্গেই রয়েছেন তিনি। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দেশকে। শত্রুর কাছে আত্মসমর্পন নয় বরং দেশকে রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ। একটি সেলফি ভিডিয়ো পোস্ট করে ইউক্রেনবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন ভলোদেমির জেলেনস্কি। তিনি বলেন, ”আমার বিরুদ্ধে একাধিক ভুয়ো বার্তা প্রচার করা হচ্ছে। আমি নাকি দেশের সেনাকে পিছু হটতে বলেছি। আপনাদের আশ্বস্ত করে জানাচ্ছি, আমি এখানেই আছি। কোথাও পালাইনি। কিছুতেই আত্মসমর্পন করব না। অস্ত্র রাখব না। দেশকে রক্ষা করব।” প্রেসিডেন্টের এই বার্তা পেয়ে উজ্জীবিত ইউক্রেনের সেনা।
এখানেই শেষ নয়। ইউরোপ তথা সমগ্র বিশ্বের কাছে বিশেষ আবেদনও রেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ৪০ সেকেন্ডের এই ভিডিয়ো বার্তায় জেলেনস্কি বলেন, ”সততাই আমাদের অস্ত্র।আমাদের দেশ, আমাদের পিতৃভূমি, আমাদের সন্তান। ইউক্রেনকে আমরা রক্ষা করব। গ্লোরি টু ইউক্রেন। সকলের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের অস্ত্রের প্রয়োজন রয়েছে।”