দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
যুদ্ধের আবহে রাশিয়া-আমেরিকা সংঘর্ষের আশঙ্কা করছে গোটা বিশ্ব। খবর পাওয়া গিয়েছে, রোমানিয়ায় ফাইটার জেট F-35 মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যার অভিমুখ রয়েছে মস্কোর দিকে। NATO-র অন্তর্ভুক্ত এই দেশের বরসিয়া এয়ারবেসে আনা হয়েছে এই ফাইটার জেট । এছাড়াও সেখানে মোতায়েন করা হয়েছে সামরিক ট্যাংকও। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। শেষ পর্যন্ত কি তবে মস্কো বনাম ওয়াশিংটনের লড়াই দেখবে বিশ্ব ?
ঠান্ডা লড়াইয়ের সময়ও ঠিক এভাবেই একে অপরকে টার্গেট করে মস্কো এবং ওয়াশিংটনে সামরিক মহড়া চালাত দুই সুপারপাওয়ার। কেউ কাউকে আক্রমণ না করলেও নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করতে ছাড়েনি USSR এবং আমেরিকা। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, দুই দেশ সম্মুখ সমরে এলে ভয়াবহ পরিণতি হতে পারে বিশ্বে।