দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে কূটনীতির সূক্ষ্ম খেলায় সাফল্য ভারতের। নিরাপত্তা পরিষদে ভারতের কৌশলগত অবস্থানের প্রশংসায় পঞ্চমুখ হল রাশিয়া। এখনও পর্যন্ত মোদির ভারত যে নিরপেক্ষে অবস্থান নিয়েছে তাতে অসন্তুষ্ট নয় পুতিনের দেশ।
শনিবার রাশিয়ার দূতাবাসের তরফে বিবৃতিতে বলা হয়েছে,”রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UNSC) ভারতের নিরপেক্ষ কৌশলগত অবস্থান বিশেষভাবে প্রশংসার দাবি রাখে। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বাড়তি গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে নিবিড় আলোচনা বজায় রাখবে রাশিয়া।”