দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনা টিকা অত্যন্ত কার্যকরী। টিকা নিলে এই রোগে আক্রান্ত হওয়ার পরও হাসপাতালে ভর্তি হওয়ার আশঙ্কা অনেকটাই কমে। নতুন গবেষণা জানাচ্ছে, দুটি টিকা নেওয়ার মাত্র ৬ মাস বাদেই কমতে শুরু করে ভ্যাকসিনের কার্যকারিতা। গবেষণাটি প্রকাশ পেয়েছে ল্যানসেট রেসপিরেটরি মেডিসিনে। গবেষণাটি করছে বহু বিশেষজ্ঞ একসঙ্গে মিলে। এক্ষেত্রে ২০২১ সালের ৫০ হাজার হাসপাতালের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণা হয়েছে ২০২১ সালের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে। গবেষণায় দেখা গিয়েছে, টিকা নেওয়ার ৫০ থেকে ১০০ দিনের মধ্যে ৯৪ শতাংশ ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়া থেকে বাঁচাচ্ছে ভ্যাকসিন। এদিকে ২০০ থেকে ২৫০ দিনের মাথায় ভ্যাকসিনের সুরক্ষাকারী ক্ষমতার হার কমে ৮০.৪ শতাংশে নেমে আসছে। আর ২৫০ দিন পেরিয়ে যাওয়ার পর এই সুরক্ষা আরও দ্রুত কমছে।
এই অবস্থায় টিকা নেওয়া হল বাধ্যতামূলক। আর যাঁরা ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে পারেন, তাঁরা অবশ্যই নিয়ে ফেলুন। কারণ বুস্টার ডোজ নেওয়ার পর অনেকটা বাড়ছে টিকার কার্যকারিতা। হাসপাতালে ভর্তির আশঙ্কাও অনেকটাই কমে। স্বাস্থ্যকর্মী বা যাঁদের বয়স হয়ে গিয়েছে ৬০-এর বেশি তাঁরা পেতে পারেন বুস্টার ডোজ। তবে বেশ কয়েকটি নিয়ম রয়েছে এই বিষয়ে। এক্ষেত্রে ৬০ বছরের ঊর্ধ্বে থাকা মানুষের থাকতে হবে কোমর্বিডিটি।
তবে টিকা নেওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই মানতে কোভিড নিয়ম। কারণ টিকা কিন্তু সব সমস্যা থেকে সুরক্ষা দিতে পারে না। তাই সতর্ক থাকুন।